লুধিয়ানা, 6 ফেব্রুয়ারি : পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকেই ফের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi announced Charanjit singh Channi's name as CM Candidate) ৷ রবিবার লুধিয়ানায় দলীয় এক প্রচারসভা থেকে এই ঘোষণা করেছেন রাহুল ৷ কে হবেন কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী, এই নিয়ে এতদিন জল্পনা চলছিল পঞ্জাবে ৷ আগামী 20 ফেব্রুয়ারি 117 আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ৷ তার আগেই এই ঘোষণা করলেন রাহুল গান্ধি ৷
পঞ্জাব কংগ্রেসের অন্দরে চান্নি ও সিধু পরস্পরের বিরোধী বলেই পরিচিত ৷ অমরিন্দর সিংকে সরিয়ে গত বছর শেষের দিকে চরণজিৎ সিং চান্নিকে পঞ্জাবের মুখ্যমন্ত্রী করে কংগ্রেস হাইকমান্ড ৷ শোনা যায় এতে ক্ষুণ্ণ হয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ৷ কংগ্রেসের অন্দরের খবর, মুখ্যমন্ত্রী পদে বসতে চান সিধু ৷ বিধানসভা ভোটে তাঁর শিকে ছিঁড়বে বলে আশা করেছিলেন ৷ কিন্তু সেই আশায় জল ঢাললেন রাহুল ৷ বর্তমানে পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদে আছেন সিধু ৷