দেহরাদুন, 20 নভেম্বর:করোনার প্রকোপ বাগে আসতেই রেকর্ড ভিড়ের সাক্ষী থাকল উত্তরাখণ্ডের (Uttarakhand) চার ধাম (Char Dham Yatra) ৷ সরকারি তথ্য বলছে, এবছর মোট 46 লক্ষ 81 হাজার 131 জন তীর্থযাত্রী চারধামে আসেন ৷ 2019 সালে এই সংখ্যাটা ছিল 32 লক্ষ 40 হাজার 882 ৷ ধর্মপ্রাণ হিন্দুরা বিশ্বাস করেন, চার ধাম দর্শন করলেই সব পাপ ধুয়ে যায় ! একইসঙ্গে, ওই পুণ্যার্থীর আত্মা জীবন ও মৃত্যুর বন্ধন থেকেও চিরতরে মুক্তি লাভ করে ! প্রসঙ্গত, এই চার ধাম হল, গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী, যমুনার উৎস যমুনোত্রী, রুদ্রপ্রয়াগের কেদারনাথ এবং চামোলির বদ্রীনাথ ৷
গঙ্গোত্রী ধাম: উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় অবস্থিত গঙ্গোত্রী ধামের দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হয় গত 3 মে ৷ ওই দিন ছিল অক্ষয় তৃতীয়া ৷ এর 6 মাস পর গত 26 অক্টোবর গঙ্গোত্রীর মন্দিগুলি বন্ধ করে দেওয়া হয় ৷ পৌরাণিক বিশ্বাস অনুসারে, শীতের মরশুমে দেবী গঙ্গা মুখবা গ্রামে চলে যান এবং সেখানেই অধিষ্ঠান করেন ৷ দেবীর এই রূপ হল গঙ্গোত্রীর কুমারী ৷ উল্লেখ্য, এ বছর গঙ্গোত্রী ধামে আসেন 6 লক্ষ 24 হাজার 516 জন ভক্ত ৷
আরও পড়ুন:সোমনাথ মন্দিরে পুজো দিলেন মোদি, সৌরাষ্ট্রে আজ তাঁর চারটি জনসভা