নয়াদিল্লি, 4 মে: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। শনিবার ভিনেশ ফোগত, সাক্ষী মালিকদের প্রতিবাদ মঞ্চে হাজির হয়ে তাঁদের আশ্বস্ত করেন আইওএ সভাপতি পিটি ঊষা ৷ কিন্তু এর কয়েকঘণ্টা পরই অন্য ছবি যন্তর মন্তরে ৷ বুধবার মধ্যরাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে ৷ আচমকাই দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ বজরং পুনিয়াদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করছে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ যে ছবি ভাইরাল সোশাল মাধ্যমে ৷
বজরংরা জানিয়েছেন, মধ্যরাতে দিল্লি পুলিশ এসে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে ৷ আচমকাই এসে মারধর করা হয় তাঁদের, এমনকী মহিলা কুস্তিগীরদেরও গালিগালাজও করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। প্রাক্তন কুস্তিগীর রাজবীর সিং বলেন, "গতকাল সেখানে বৃষ্টি হওয়ায় মাটি ভিজে ছিল ৷ তাই আমরা বিক্ষোভস্থলে খাট পাতার চেষ্টা করছিলাম। তখনই পুলিশ আমাদের উপর হামলা করে। একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই সময় ধাক্কধাক্কিতে কেউ কেউ মাথাতেও আঘাত পান।" এরপরেই কান্নায় ভেঙে পড়েন ভিনেশ ও সাক্ষীরা। কমনওয়েলথে পদকজয়ী ভিনেশ ফোগত বলেন, "আমরা কোনও দাগি আসামি নই যে পুলিশ আমাদের সঙ্গে এরকম আচরণ করবে। এই দিন দেখার জন্যই কি আমরা দেশের হয়ে এত পদক জিতলাম?"