নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: আমরা যদি নতুন সংসদে স্থানান্তরিত হই, তবে নতুন কিছু হবে না ৷ আপনার রাজনীতি করার পদ্ধতি পরিবর্তন করুন ৷ সোমবার রাজ্যসভায় নরেন্দ্র মোদি সরকারকে কটাক্ষ করে এ কথা বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি আরও বলেন যে, অনেক আত্মত্যাগের পরে অর্জিত হয়েছিল সাংবিধানিক মূল্যবোধগুলি ৷ দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেন তিনি ।
সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন বক্তব্য পেশের সময় বিরোধী দলনেতা বলেন, "সাংবিধানিক মূল্যবোধ অনেক ত্যাগ ও কষ্টের পরে অর্জিত হয়েছে । দেশের অবস্থার উন্নতির দিকে মনোনিবেশ করতে, সহানুভূতি দেখাতে এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়ার গুরুত্বের উপর জোর দিতে আমি অনুরোধ করছি ।"
প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্ধৃতি তুলে ধরে খাড়গে বলেন যে, "একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । নেহরুজি বিশ্বাস করতেন যে, একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতির অর্থ হল সিস্টেমে উল্লেখযোগ্য ত্রুটি রয়েছে । যদি কোনও শক্তিশালী বিরোধী না থাকে, সেটা ঠিক না ৷ এখন যেহেতু একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, তাই ইডি, সিবিআই-এর মাধ্যমে তাদের দুর্বল করার দিকে জোর দেওয়া হচ্ছে...তাঁদের (নিজস্ব দলে) নিন, একটি ওয়াশিং মেশিনে রাখুন এবং যখন তাঁরা পরিষ্কার হয়ে আসবেন, তখন তাঁদের স্থায়ী করুন (নিজের দল)।"