বেঙ্গালুরু/শিবমোগা (কর্নাটক), 7 মে:ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (এনইইটি) বা নিট পরীক্ষার জন্য নির্বাচনী প্রচারে কাটছাঁট করলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার রোড-শোয়ের পর তিনি নিজেই জানান, তাঁর দলের সদস্যদের তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, সকালে মেগা রোড-শো সংক্ষিপ্তাকারে করতে ৷ শুধু তাই নয়, এমনভাবে তা সংগঠিত করতে হবে যাতে শিক্ষার্থীদের কোনও সমস্যা না হয় ৷ নির্বিঘ্নে যাতে পড়ুয়ারা পরীক্ষা দিতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে দলকে সাফ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷
এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, "একটি দীর্ঘ রোড-শো হওয়ার কথা ছিল ৷ কিন্তু এনইইটি পরীক্ষার কারণে, আমি আমাদের দলকে অনুরোধ ছিলাম যে, আমাদের পরীক্ষা (নির্বাচন) 10 মে, কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষা আজ। তাদের পরীক্ষার কথাও আমাদের ভাবতে হবে ৷ সে কারণেই, আমরা সকালে রোড-শো তাড়াতাড়ি শেষ করেছি ৷" সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, রবিবার হওয়া সত্ত্বেও বেঙ্গালুরুর মানুষ যেভাবে বিশ্বাস এবং যে ভালবাসা দেখিয়েছে তাতে তিনি আপ্লুত ৷ এমনকী মানুষের সমর্থন তাঁর হৃদয়কে স্পর্শ করে গিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "আমি কর্ণাটকের কাছে ঋণী থাকব ৷"
চলতি বছর, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মেডিকেল কোর্সের পরীক্ষা রবিবার দুপুর 2 টো থেকে গোটা দেশে হয়। রবিবার প্রধানমন্ত্রীর রোড-শো সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1.30 টায় শেষ হওয়ার কথা থাকলেও, কমানো হয় সেই রাস্তা ৷ প্রায় 26 কিলোমিটার জুড়ে রোড-শো করার কথা ছিল প্রধানমন্ত্রীর, যা কমিয়ে মাত্র আট কিলোমিটার করা হয় । এদিন সকালে, কর্ণাটকের নির্বাচনী প্রচারের শেষ দিনে প্রধানমন্ত্রী বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা কেন্দ্রে তাঁর নির্ধারিত রোড-শো শুরু করেন। রাস্তায় সারিবদ্ধ মানুষ প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবল উল্লাসে হাত নাড়তে দেখা যায় ৷ পালটা তাঁদের অভিবাদন জানান প্রধানমন্ত্রীও ৷