বেঙ্গালুরু, 23 অগস্ট: চন্দা মামা আর দূরে নয়, বরং হাতের মুঠোয় ৷ সৌজন্যে চন্দ্রযান-3 ৷ বিগত দু'টি চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে অবতরণে ব্যর্থ হওয়ায় তৃতীয় চন্দ্রযানের পরিকল্পনা রূপায়ণে আরও তৎপর ছিলেন দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ ঘড়ির কাঁটা মিলিয়ে বুধবার সন্ধে 6টা 3 মিনিটে চাঁদের পৃষ্ঠে অবতরণ করল ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ৷ সামগ্রিকভাবে চতুর্থ হলেও প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের চন্দ্রযান-3 ৷
সেইসঙ্গে মহাকাশ গবেষণায় ইতিহাস গড়ল ভারত ৷ এর আগে আমেরিকা, চিন এবং রাশিয়া চাঁদে পা রাখলেও তারা অবতরণ করেছিল উপগ্রহের উত্তর মেরুতে ৷ অর্থাৎ প্রথম দেশ হিসেবে দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের তৈরি চন্দ্রযান-3 ৷ ব্রিকস সম্মেলনে শরিক হতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সে দেশ থেকেই ভার্চুয়ালি এদিন চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সফল অবতরণের সাক্ষী থাকেন মোদি ৷
চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণের পর দেশের মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ যারপরনাই উচ্ছ্বসিত ৷ আনুষ্ঠানিক ঘোষণায় তিনি বলেন, "চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে ! ভারতকে অভিনন্দন ! চাঁদের মাটিতে সফট ল্যান্ডিংয়ে সফল হয়েছি আমরা ৷ ভারত এখন চাঁদে ৷"