বেঙ্গালুরু, 7 জুলাই: তৃতীয়বার চাঁদে যাওয়ার প্রস্তুতি শেষ ভারতের ৷ আগামী 14 জুলাই চন্দ্রযান-3 উৎক্ষেপণ করবে ইসরো ৷ বৃহস্পতিবার জি20 স্পেস ইকনমি লিডারস মিটিংয়ে এ কথা জানিয়েছেন ইসরোর ডিরেক্টর এস সোমনাথ ৷ 14 জুলাই অর্থাৎ, শুক্রবার বেলা 2 টো 35 মিনিটে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হবে ৷ বেঙ্গালুরুতে আয়োজিত জি20 সামিটের স্পেস ইকনমি লিডারস মিটিংয়ের প্রথমদিনেই একথা জানান ইসরোর ডিরেক্টর ৷ সেখানে স্পেস বা মহাকাশ অভিযানের অর্থনীতি নিয়ে একাধিক দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে ভারতের ৷
ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের ডিরেক্টর এস সোমনাথ এই সম্মেলনে সভাপতিত্ব করার সময় বলেন, "আগামী 14 জুলাই বেলা 2টো 35 মিনিটে চন্দ্রযান-3 উৎক্ষেপণ করা হবে ৷ আর সবকিছু ঠিক থাকলে, 23 অগস্ট এটি চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ এই তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে, চাঁদে সূর্যাস্তের সময়ের উপর নির্ভর করে ৷ পুরোটাই গণনার উপর দাঁড়িয়ে ৷ যদি কোনওভাবে দেরি হয়ে যায়, তাহলে আমরা অবতরণের সময় পিছিয়ে পরের মাসে সেপ্টেম্বর করব ৷