হায়দরাবাদ, 14 অগস্ট: চাঁদের আরও কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-3 ৷ সোমবার এই মহাকাশযান আরেকটি কক্ষপথ সফলভাবে পেরিয়েছে ৷ এমনটাই জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ৷ ইসরো একটি এক্স(টুইট) বলেছে, "চন্দ্রযান-3 এখন 150 কিমি x 177 কিলোমিটারের কাছাকাছি রয়েছে ৷ এটি আরও একটি বৃত্তাকার কক্ষপথ পেরোতে সফল হয়েছে ৷ পরবর্তী কক্ষপথটি 16 অগস্ট পেরনোর পরিকল্পনা করা হয়েছে ৷ সকাল সাড়ে আটটা নাগাদ চতুর্থ কক্ষপথটি পেরোবে এই মহাকাশযান ৷"
পৃথিবী থেকে চাঁদে যেতে পাঁচটি কক্ষপথ পেরতে হয় ৷ তার মধ্যে তৃতীয় কক্ষপথ পেরনোর পর আর বাকি দুটি ৷ 16 অগস্টে চতুর্থ কক্ষপথে পেরলে চাঁদে নামতে বাকি থাকবে আর 100 কিমি পথ ৷ এই কক্ষপথে অতিক্রম করার পর ল্যান্ডার এবং রোভার সমন্বিত ল্যান্ডিং মডিউলটি প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । এর পরে ল্যান্ডারটি ধীর গতিতে এগোবে এবং 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সেটি সফলভাবে অবতরণ (সফট ল্যান্ডিং) করবে বলে আশা করা হচ্ছে ।