বেঙ্গালুরু, 28 অগস্ট:চাঁদের মাটিতে চলার পথে বড় বাধা এড়াল চন্দ্রযান-3 এর রোভার প্রজ্ঞান ৷ ইসরোর তরফে সোমবার জানানো হয়েছে, চলার পথে প্রায় 4 মিটার চওড়া একটি গর্ত বা ক্রেটারের সামনে চলে গিয়েছিল 'প্রজ্ঞান' ৷ তবে সেই বাধা সফলভাবেই কাটাতে পেরেছে 'প্রজ্ঞান' ৷ রবিবার চন্দ্রপৃষ্ঠের এই ঘটনার কথা ইসরোর তাদের এক্স হ্যান্ডেলে 2টি ছবি পোস্ট করে জ্ঞাত করেছে ৷
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, প্রজ্ঞানের কোনও ক্ষতি হয়নি, বরং সফলভাবেই সে নতুন পথে এগোচ্ছে ৷ ইসরো জানিয়েছে, 27 অগস্ট প্রজ্ঞানের অবস্থানের প্রায় 3 মিটার আগে ওই বড় গর্তটি চিহ্নিত করা সম্ভব হয় ও 'প্রজ্ঞান'কে সেখান থেকে সরিয়ে আনা হয় ৷ চাঁদের দক্ষিণ মেরু এমনিতেই সমস্যাসংকুল বলে আগেই জানিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা ৷ বড় বড় গর্ত, পাথর, ঢিবি সেখানে রয়েছে ৷ তাই চন্দ্রযান-3-এর সদস্য ল্যান্ডার 'বিক্রম', রোভার 'প্রজ্ঞান' যাতে এই বাধাগুলি এড়াতে পারে সেকথা মাথায় রেখেই এই অভিযান পরিকল্পনা করা হয়েছে ৷
চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে বিশ্বের কোনও দেশ সফল অভিযান চালাতে পারেনি ৷ এখনও পর্যন্ত চন্দ্রপৃষ্ঠে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চিনের মতো যে দেশগুলি অভিযান করেছে তারা সকলেই উত্তর মেরুতে পাড়ি দিয়েছিল ৷ ফলে চাঁদের দক্ষিণ মেরুর প্রকৃতি ও ভূমিরূপ এখনও অজানা ৷ ভারতই গত 23 অগস্ট প্রথম সফল হয় চন্দ্রযানকে সেখানে সফলভাবে অবতরণ করাতে ৷
আরও পড়ুন: চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের গ্রাফ প্রকাশ করল ইসরো, মেপেছে চন্দ্রযান 3-এর পেলোড
চাঁদে অবতরণ করে ইতিমধ্যেই তাদের কাজ শুরু করেছে ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান' ৷ চাঁদে যে জায়গায় সফল অবতরণ করে ল্যান্ডার 'বিক্রম', সেই জায়গাটির নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'শিবশক্তি' রেখেছেন ৷ ওই শিবশক্তি পয়েন্টকে ঘিরেই বর্তমানে নির্ধারিত নানা দূরত্বের মাঝে ঘুরছে 'প্রজ্ঞান' ৷ রবিবারই ইসরো জানিয়েছিল, বিক্রমের মধ্যে থাকা থার্মাল প্রোব যন্ত্র পেলোড চ্যাস্ট (চন্দ্রা'স সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট) তার কাজ শুরু করেছে ৷ চন্দ্রপৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত বিভিন্ন অংশের তাপমাত্রা মেপেছে যন্ত্রটি ৷ সেখানে দেখা গিয়েছে, চাঁদের মাটির বিভিন্ন অংশের তাপমাত্রার ফারাক যথেষ্ট ৷ এতদিন এই বিষয়টি সেভাবে মহাকাশ বিজ্ঞানীদের জানা ছিল না, বর্তমানে বিষয়টি নিয়ে গবেষণা করছেন ইসরো বিজ্ঞানীরা ৷