বেঙ্গালুরু, 24 অগস্ট: চাঁদের মাটিতে হাঁটল ভারত ! চাঁদে অবতরণ করেছে ল্যান্ডার বিক্রম ৷ বুধবার রাতেই ল্যান্ডার মডিউল বিক্রম থেকে বেরিয়ে এল রোভার প্রজ্ঞান ৷ এদিন সন্ধ্যায় 6.04 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ ইসরোর তরফে সামাজিক মাধ্য়মে জানানো হয়েছে, "চন্দ্রযান-3 রোভার ভারতে তৈরি ! চাঁদের জন্য তৈরি হয়েছে ! আর সেই সূত্র ল্যান্ডার থেকে চন্দ্রযান-3 রোভার নেমে এসেছে ৷ চাঁদে হাঁটল ভারত !" বুধবার বিশ্বের মহাজাগতিক গবেষণায় ইতিহাস তৈরি করেছে ভারত ৷
চাঁদে ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে আসছে ৷ এমন একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন পবন কে গোয়েঙ্কা ৷ তিনি আইএনএসপিএসিই-র চেয়ারম্যান ৷ আইএনএসপিএসিই কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ডি অথোরাইজেশন সেন্টার ৷ পবন এই ছবিটি পোস্ট করে লিখেছেন, "ল্যান্ডার থেকে ব়্যাম্পে নেমে আসছে রোভার ৷ এটা তার প্রথম ছবি ৷" তিনি এই পোস্টটি করেছেন বুধবার রাত সাড়ে ন'টারও পরে ৷
চাঁদের মাটিতে প্রজ্ঞানের কাজ কী ?রোভার প্রজ্ঞানে রয়েছে লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ বা এলআইবিএস ৷ ইসরো জানিয়েছে, এটি দু'ভাবে বিশ্লেষণাত্মক কাজকর্ম করবে- কোয়ালিটেটিভ বা গুণগত ব্যাখ্যা এবং কোয়ান্টিটেটিভ বা পরিমাপগত ব্যাখ্যা ৷ চাঁদের মাটির রাসায়নিক চরিত্র কী, তাতে কী উপাদান রয়েছে তা জানতে সাহায্য করবে এই এলআইবিএস ৷ পাশাপাশি চাঁদের মাটির খনিজ পদার্থের খুঁটিনাটিও জানাবে বিজ্ঞানীদের ৷