হায়দরাবাদ, 30 অগস্ট: সফল চন্দ্রযান 3 মিশনের সময় বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে রোভার প্রজ্ঞান ৷ বুধবার সেই ছবিই শেয়ার করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ৷ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছে ইসরো ৷
ইসরো প্রজ্ঞানের তোলা সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, "চন্দ্রযান 3 মিশন: স্মাইল, প্লিজ ! প্রজ্ঞান রোভার আজ সকালে বিক্রম ল্যান্ডারের একটি ছবি তুলেছে । 'মিশনের ছবি'টি তুলেছে নেভিগেশন ক্যামেরা অনবোর্ড দ্য রোভার (NavCam)। চন্দ্রযান 3 মিশনের জন্য ন্যাভক্যামগুলি ল্যাবরেটরি ফর ইলেক্ট্রো-অপটিক্স সিস্টেম (LEOS) দিয়ে তৈরি করা হয়েছে ৷"
ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা চাঁদের মাটিতে সফল ভাবে সফট-ল্যান্ডিং করেছে ৷ এই তালিকায় শুরু থেকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও চিন । সেই তালিকায় চতুর্থ হিসেবে যুক্ত হয়েছে ভারতের নাম ৷ তবে ভারত প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে সফট ল্যান্ড করার কৃতিত্ব অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ৷