পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3: বুধে চাঁদে পা দেবে 'বিক্রম', সময় ঘোষণা ইসরোর

বুধবার চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান-3 ৷ ওই দিন সন্ধ্যায় চাঁদে অবতরণ করবে ল্যান্ডার 'বিক্রম' ৷ রবিবার ইসরো'র তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

Chadrayaan 3
প্রতীকী ছবি

By

Published : Aug 20, 2023, 5:45 PM IST

Updated : Aug 22, 2023, 12:24 PM IST

বেঙ্গালুরু, 20 অগস্ট:23 অগস্ট, বুধবার সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান ৷ অর্থাৎ, সব ঠিক থাকলে ওই সময়ে চাঁদে পা রাখবে ভারতের পাঠানো ল্যান্ডার 'বিক্রম' ৷ রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো'র তরফে এই দিনক্ষণ জানানো হয়েছে ৷ এদিন ইসরো'র এই ঘোষণার পরই ভারতের এই চন্দ্রাভিযানের চূড়ান্ত মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 'চন্দ্রযান-3' তিন যদি সফলভাবে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারে তাহলে এক অনন্য মাইলস্টোন তৈরি হবে ভারতের মহাকাশ গবেষণা চর্চায় ৷

তথ্য বলছে এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে কোনও অভিযান চালাতে পারেনি ৷ 2019 সালে সেই চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ইসরো'র চন্দ্রযান-2 অভিযান ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এখনও পর্যন্ত চাঁদে যে সফল অভিযানগুলি চালিয়েছে, সবকটিই হয়েছে পৃথিবীর এই উপগ্রহের উত্তর মেরুতে ৷ রবিবারই চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান 'লুনা-25' ৷ চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-25 অবতরণ করানোর পরিকল্পনা ছিল রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস ৷ তবে এদিন তা ব্যর্থ হওয়ায় ভারতের কাছে সুযোগ এসেছে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফল অবতরণ করানোর, তবে বিষয়টি যে যথেষ্ট চ্যালেঞ্জের তা মেনে নিচ্ছেন 'ইসরো'র বিজ্ঞানীরা ৷ চন্দ্রযান-2 অভিযান এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েও তাই এই অভিযানের পরিকল্পনা ও রূপায়ণের গাণিতিক হিসেব কষা হয়েছে ৷

রবিবার 'ইসরো'র তরফে এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলে হয়েছে, "চন্দ্রযান-3 23 অগস্ট সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদে অবতরণ করবে ৷ আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ ৷ আমরা একসঙ্গে এই যাত্রার সাক্ষী থাকব ৷"

আরও পড়ুন: চারদিন পরেই ‘রেড লেটার ডে’, তার আগে 'ব্যর্থতা ভিত্তিক নকশা'তেই ভরসা রাখছে ইসরো

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই ল্যান্ডার বিক্রম মহাকাশযানের প্রোপালশন মডিউল থেকে আলাদা হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে সেটি তার শেষ কক্ষপথ ধরে এগোচ্ছে ৷ গত 14 জুলাই অন্ধ্রের সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয় চন্দ্রযান-3 ৷ একটি জিএসএলভি মার্ক 3 (এলভিএম 3) স্পেশক্রাফ্ট সেটিকে চাঁদের নির্দিষ্ট কক্ষপক্ষে পৌঁছে দেয় ৷ 5 অগস্ট থেকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে ধীরে ধীরে চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-3 ৷ বর্তমানে সেটি তার শেষ কক্ষপথে রয়েছে ৷ আগামী বুধবার ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে পা রাখবে ৷

Last Updated : Aug 22, 2023, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details