বেঙ্গালুরু, 20 অগস্ট:23 অগস্ট, বুধবার সন্ধ্যে 6টা 4 মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে ভারতের চন্দ্রযান ৷ অর্থাৎ, সব ঠিক থাকলে ওই সময়ে চাঁদে পা রাখবে ভারতের পাঠানো ল্যান্ডার 'বিক্রম' ৷ রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো'র তরফে এই দিনক্ষণ জানানো হয়েছে ৷ এদিন ইসরো'র এই ঘোষণার পরই ভারতের এই চন্দ্রাভিযানের চূড়ান্ত মুহূর্তের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ 'চন্দ্রযান-3' তিন যদি সফলভাবে বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারে তাহলে এক অনন্য মাইলস্টোন তৈরি হবে ভারতের মহাকাশ গবেষণা চর্চায় ৷
তথ্য বলছে এখনও পর্যন্ত বিশ্বের কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে কোনও অভিযান চালাতে পারেনি ৷ 2019 সালে সেই চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ইসরো'র চন্দ্রযান-2 অভিযান ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিন এখনও পর্যন্ত চাঁদে যে সফল অভিযানগুলি চালিয়েছে, সবকটিই হয়েছে পৃথিবীর এই উপগ্রহের উত্তর মেরুতে ৷ রবিবারই চাঁদের মাটিতে ভেঙে পড়েছে রাশিয়ার মহাকাশযান 'লুনা-25' ৷ চাঁদের দক্ষিণ মেরুতে লুনা-25 অবতরণ করানোর পরিকল্পনা ছিল রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস ৷ তবে এদিন তা ব্যর্থ হওয়ায় ভারতের কাছে সুযোগ এসেছে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফল অবতরণ করানোর, তবে বিষয়টি যে যথেষ্ট চ্যালেঞ্জের তা মেনে নিচ্ছেন 'ইসরো'র বিজ্ঞানীরা ৷ চন্দ্রযান-2 অভিযান এর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েও তাই এই অভিযানের পরিকল্পনা ও রূপায়ণের গাণিতিক হিসেব কষা হয়েছে ৷