পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandrayaan-3: পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের পথে তৃতীয় চন্দ্রযান, টুইট ইসরোর - চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং

পৃথিবীর পালা শেষ ৷ উৎক্ষেপণের 18তম দিনে গ্রহের আকর্ষণ ছাড়িয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে রওনা দিয়েছে চন্দ্রযান-3 ৷ এবার টার্গেট চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং ৷

ETV Bharat
চন্দ্রযান 3

By

Published : Aug 1, 2023, 10:28 AM IST

বেঙ্গালুরু, 1 অগস্ট: ভারতের সময় অনুযায়ী রাত 12টা বেজে গিয়েছে ৷ পৃথিবীর চারদিকে ঘোরার পালা শেষ করল চন্দ্রযান-3 ৷ এবার চাঁদের পথে মহাকাশযান ৷ মঙ্গলবার দেশের মহাজাগতিক সংস্থা ইসরো টুইট করে তৃতীয় চন্দ্রযানের অবস্থান জানায় ৷ ইসরো লেখে, পরবর্তী গন্তব্য চাঁদ ৷ ইসরো এই মহাকাশযানটিকে সাফল্যের সঙ্গে ট্রান্স-লুনার অরবিটে স্থাপন করেছে ৷ তৃতীয় চন্দ্রযান পৃথিবীর উপগ্রহ চাঁদের কক্ষপথে ঢুকবে 5 অগস্ট ৷

তবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের আসল পরীক্ষাটা হয়তো এবার ৷ চাঁদের মাটিতে তৃতীয় চন্দ্রযানের 'সফ্ট ল্যান্ডিং' অর্থাৎ কোনও রকম ঝাঁকুনি ছাড়া উপগ্রহের মাটিতে নামবে চন্দ্রযান-3 ৷ তবেই পুরোপুরি সফল হবে বিজ্ঞানীদের স্বপ্ন, পরিশ্রম ৷ দ্বিতীয় চন্দ্রযানের ক্ষেত্রে যা ব্যর্থ হয়েছে ৷ ইসরোর সূত্রে জানা গিয়েছে, পৃথিবীর কক্ষপথ ছেড়ে চলে গিয়েছে চন্দ্রযান-3 ৷ এবার চাঁদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ৷ আর চাঁদের মাটিতে 'সফ্ট ল্যান্ডিং'-এর প্রচেষ্টা হবে 23 অগস্ট ৷

14 জুলাই, দুপুর 2.35 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয় তৃতীয় চন্দ্রযানের ৷ এলভিএম3-এম4 রকেট চন্দ্রযান-3-কে নিয়ে উড়ে যায় মহাকাশের উদ্দেশ্যে ৷ উৎক্ষেপণের 17 মিনিট পরেই নির্দিষ্ট কক্ষপথে সফলভাবে স্থাপন হয় তৃতীয় চন্দ্রযান ৷ 3 হাজার 900 কেজি ওজনের চন্দ্রযান-3 তৈরিতে খরচ হয়েছে 610 কোটি টাকা ৷ চন্দ্রযানের সঙ্গে রয়েছে 1 হাজার 500 কেজি ওজনের ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞা' ৷ এর ওজন 26 কেজি ৷

আরও পড়ুন: চন্দ্রযান উৎক্ষেপণে রয়েছে বাংলার ছেলের হাত, বীরভূমের গর্ব বিজয়

চন্দ্রযান-3 যদি চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করতে পারে, তাহলে তা বিশ্বের মহাজাগতিক গবেষণায় ইতিহাস তৈরি করবে ৷ এর আগে আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং চিন চাঁদের মাটিতে সফ্ট ল্যান্ডিং করেছে ৷ 2019 সালে চন্দ্রযান-2 রওনা দিয়েছিল এই উদ্দেশ্য নিয়েই ৷ তবে তার ল্যান্ডার ও রোভারটি শেষ মুহূর্তে চাঁদের মাটি স্পর্শ করার সময় সফ্ট ল্যান্ডিং করতে ব্যর্থ হয় ৷

ABOUT THE AUTHOR

...view details