হায়দরাবাদ, 13 অক্টোবর: দুর্নীতি মামলায় ধৃত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি) এর সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু বর্তমানে রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে বন্দি ৷ জানা গিয়েছে সেখানে তিনি স্কিন অ্যালার্জিজনিত সমস্যায় কষ্ট পাচ্ছেন ৷ প্রবল গরম ও বদ্ধ পরিবেশের জন্য সেখানে চন্দ্রবাবুর এই সমস্যা দেখা গিয়েছে বলে জানা গিয়েছে ৷ সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই চন্দ্রবাবুর এই অসুস্থতা প্রসঙ্গে স্থানীয় সরকারি হাসপাতালকে জানানো হয়েছে ৷ হাসপাতাল থেকে একটি মেডিক্যাল দল গিয়ে ইতিমধ্যেই চন্দ্রবাবুকে পরীক্ষা করে দেখে এসেছে ৷
চন্দ্রবাবুর পরিবার ও সমর্থকদের তরফে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ৷ টিডিপি প্রধান এক মাসেরও বেশি সময় ধরে রাজামহেন্দ্রভরম সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে নয়ছয়ের মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ ৷ অভিযোগ, কয়েকদিন আগে সংশোধনাগার কর্তৃপক্ষকে তাঁর শারীরিক দুর্বলতার কথা জানিয়েছিলেন চন্দ্রবাবু, কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ ৷ মনে করা হচ্ছে প্রবল গরমের কারণেই অ্যালার্জিজনিত সমস্যা হয়েছে এই প্রবীণ রাজনীতিবিদের ৷ বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে নাইডু তা সংশোধনাগার কর্তৃপক্ষকে বলতে বাধ্য হয়েছেন ৷