চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: হস্টেলের ছাত্রীদের আপত্তিকর ভিডিয়ো 'ফাঁস' (Obscene video leak) করে দেওয়ার অভিযোগে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Chandigarh University Video Leak)৷ যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে যে, শুধুমাত্র একটি ভিডিয়ো ক্লিপই ফাঁস হয়েছে এবং সেই ভিডিয়োটি অভিযুক্তের নিজেরই (Chandigarh University Protest)৷ ব্যক্তিগত সেই ভিডিয়ো সিমলায় নিজের বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন অভিযুক্ত ছাত্রী (Chandigarh University girl arrested)৷
অভিযোগ উঠেছিল, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হস্টেলের শৌচাগারে মেয়েদের স্নানের 60টি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে ৷ সেই অভিযোগ উড়িয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর ড. আরএস বাওয়া বিবৃতিতে জানিয়েছেন, এমন 60টি এমএমএস পাওয়া গিয়েছে বলে যে দাবি করা হয়েছিল তা ভুল এবং ভিত্তিহীন ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে প্রাথমিক তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর দাবি, সেই তদন্তেই দেখা গিয়েছে, একটি ছাত্রী তাঁর নিজের একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন এবং তাঁর বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলেন ৷ নিজের মোবাইলে অন্য কারও আপত্তিকর ভিডিয়ো তিনি রেকর্ড করেননি ৷