পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Chandigarh Airport: চণ্ডীগড় বিমানবন্দর হবে ভগৎ সিং-এর নামে, মন কি বাতে ঘোষণা মোদির

ভগৎ সিং-এর (Shaheed Bhagat Singh) নামে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দর (Chandigarh Airport)৷ রেডিয়ো অনুষ্ঠান মন কি বাতে (Mann Ki Baat) এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷

Chandigarh airport to be named after Shaheed Bhagat Singh: PM Modi announces during Mann Ki Baat address
ভগৎ সিং-এর নামে হচ্ছে চণ্ডীগড় বিমানবন্দর, মন কি বাতে ঘোষণা মোদির

By

Published : Sep 25, 2022, 12:27 PM IST

Updated : Sep 25, 2022, 12:47 PM IST

নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: চণ্ডীগড় বিমানবন্দরের (Chandigarh Airport) নাম রাখা হল শহিদ ভগৎ সিং-এর নামে (Shaheed Bhagat Singh)৷ এই স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীর প্রাক্কালে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ আজ মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'এ (Mann Ki Baat) মোদি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

রবিবার মন কি বাতের 93তম এপিসোডে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর 28 সেপ্টেম্বর ৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন ৷ সেই দিনে আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি ৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের এ বার থেকে নামকরণ হবে শহিদ ভগৎ সিং-এর নামে ৷"

পাশাপাশি গত সপ্তাহে নামিবিয়া থেকে ভারতে যে চিতা আনা হয়েছে তার নামকরণের বিষয়ে শুরু হওয়া প্রচার নিয়েও দেশবাসীকে নিজেদের মত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ চিতাগুলিকে (Project Cheetah) মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের প্রথা মেনে যদি চিতাগুলির নামকরণ হয় তবে দারুণ হবে ৷ পশুদের সঙ্গে মানুষের কী ব্যবহার হওয়া উচিত সেই পরামর্শও দিন ৷ এই প্রতিযোগিতায় অংশ নিন ৷ হতে পারে চিতাগুলিকে দর্শনের ক্ষেত্রে আপনিই হলেন প্রথম ব্যক্তি ৷"

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর জন্মদিনে নামিবিয়া থেকে আটটি চিতা এল ভারতে

দেশে চিতা ফিরে আসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নাগরিকরা তাঁদের আনন্দ প্রকাশ করেছেন বলে জানান মোদি ৷ তিনি এ দিন জানিয়েছেন, চিতাগুলির উপর নজর রাখবে বিশেষ টাস্ক ফোর্স ৷ জনগণ কখন এই চিতাগুলিকে দেখবে, সবকিছুর উপর ভিত্তি করেই চিতাগুলির উপর নজরদারি চালানো হবে ৷

1952 সালে ভারত থেকে চিতাকে বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল ৷ তবে গত 17 সেপ্টেম্বর প্রজেক্ট চিতার অংশ হিসেবে নামিবিয়া থেকে আটটি চিতা (5টি মহিলা ও 3টি পুরুষ) ভারতে আনা হয়েছে ৷ কুনো জাতীয় উদ্যানের দুটি পয়েন্ট থেকে চিতাগুলিকে ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Last Updated : Sep 25, 2022, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details