নয়াদিল্লি, 25 সেপ্টেম্বর: চণ্ডীগড় বিমানবন্দরের (Chandigarh Airport) নাম রাখা হল শহিদ ভগৎ সিং-এর নামে (Shaheed Bhagat Singh)৷ এই স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীর প্রাক্কালে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ আজ মাসিক রেডিয়ো অনুষ্ঠান 'মন কি বাত'এ (Mann Ki Baat) মোদি জানান, স্বাধীনতার অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
রবিবার মন কি বাতের 93তম এপিসোডে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "আমার প্রিয় দেশবাসীরা, তিনদিন পর 28 সেপ্টেম্বর ৷ এটা অমৃত মহোৎসবের একটা বিশেষ দিন ৷ সেই দিনে আমরা ভারতমাতার সাহসী সন্তান ভগৎ সিং-এর জন্মবার্ষিকী পালন করছি ৷ স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চণ্ডীগড় বিমানবন্দরের এ বার থেকে নামকরণ হবে শহিদ ভগৎ সিং-এর নামে ৷"
পাশাপাশি গত সপ্তাহে নামিবিয়া থেকে ভারতে যে চিতা আনা হয়েছে তার নামকরণের বিষয়ে শুরু হওয়া প্রচার নিয়েও দেশবাসীকে নিজেদের মত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ চিতাগুলিকে (Project Cheetah) মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়েছে ৷ প্রধানমন্ত্রীর কথায়, "আমাদের প্রথা মেনে যদি চিতাগুলির নামকরণ হয় তবে দারুণ হবে ৷ পশুদের সঙ্গে মানুষের কী ব্যবহার হওয়া উচিত সেই পরামর্শও দিন ৷ এই প্রতিযোগিতায় অংশ নিন ৷ হতে পারে চিতাগুলিকে দর্শনের ক্ষেত্রে আপনিই হলেন প্রথম ব্যক্তি ৷"