পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 লাখ টাকার বন্ডে জামিন পেলেন চন্দা কোছার - বিশেষ আদালত

আর্থিক দুর্নীতি মামলায় ধৃত চন্দা কোছারের জামিন মঞ্জুর করল মুম্বইয়ের বিশেষ আদালত ৷ তবে অনুমতি ছাড়া এখনই দেশের বাইরে যেতে পারবেন না তিনি ৷ 5 লাখ টাকার বন্ডে জামিন পান চন্দা ৷

Chanda Kochhar Granted Bail, Can't Leave Country Without Court Permission
5 লাখ টাকার বন্ডে জামিন পেলেন চন্দা কোছার

By

Published : Feb 12, 2021, 3:38 PM IST

মুম্বই, 12 ফেব্রুয়ারি : আর্থিক দুর্নীতি মামলায় 5 লাখ টাকার বন্ডে জামিন পেলেন চন্দা কোছার ৷ আইসিআইসিআই ব্য়াঙ্কের প্রাক্তন সিইও এবং এমডি চন্দার জামিনের আবেদন মঞ্জুর করে মুম্বইয়ের বিশেষ আদালত ৷ তবে অনুমতি না নিয়ে এখনই বিদেশে যেতে পারবেন না চন্দা ৷ তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট বেসরকারি ব্য়াঙ্ক এবং ভিডিয়োকন গ্রুপের মধ্য়ে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ গত বছরের সেপ্টেম্বর মাসে একই মামলায় গ্রেপ্তার হন চন্দার স্বামী দীপক কোছারও৷

2019 সালের ফেব্রুয়ারি মাসে চন্দা, তাঁর স্বামী দীপক এবং ভিডিয়োকন গ্রুপের মালিক বেণুগোপাল ধুতের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ অভিযোগ ছিল, আইসিআইসিআই ব্য়াঙ্ক থেকে ভিডিয়োকনকে 1 হাজার 875 কোটি টাকা ঋণ আদায় করতে অসাধু উপায় অবলম্বন করেছিলেন অভিযুক্তরা৷

এর পাশাপাশি, চন্দা দায়িত্বে থাকাকালীন আরও দু’টি ঋণের মঞ্জুরি দেওয়া নিয়েও তদন্ত চালাচ্ছে ইডি৷ এর মধ্যে একটি ঋণ দেওয়া হয়েছিল গুজরাতের ওষুধ প্রস্তুতকারী সংস্থা স্টারলিং বায়োটেক এবং অন্য়টি দেওয়া হয় ভুষণ স্টিল গ্রুপ৷

প্রসঙ্গত, সিবিআইয়ের করা মামলার ভিত্তিতে গোটা ঘটনায় আসরে নামতে হয় ইডি-কে৷ পাশাপাশি, এই তিন অভিযুক্তের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও আলাদাভাবে তদন্ত করছে৷ ভিডিয়োকন ও আইসিআইসিআই ছাড়াও তাদের আতসকাচের নিচে রয়েছে আরও তিনটি সংস্থা৷ যার মধ্যে দু’টি ভিডিয়োকনেরই আওতাধীন৷

সিবিআইয়ের অভিযোগ, 2009 সালে সুপ্রিম এনার্জি নামে একটি সংস্থার মাধ্যমে নিউপাওয়ার নামে অন্য একিট সংস্থায় বিনিয়োগ করেন বেণুগোপাল৷ ঋণদানের মাধ্য়মে বিনিয়োগের সেই টাকা জোগানোর ব্যবস্থা করে দেন চন্দা৷ এই ঘটনার 10 বছর পর 2019 সালে চন্দাকে আইসিআইসিআই থেকে বরখাস্ত করা হয়৷ তার ক’দিন আগেই অবশ্য সংশ্লিষ্ট পদে ইস্তফা দেন চন্দা৷

আরও পড়ুন:চন্দা কোছারের 78 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র

চন্দা অবশ্য ব্য়াঙ্কের এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন৷ তাঁকে বরখাস্ত করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়৷ গত বছরের ডিসেম্বর মাসে অবশ্য সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় শীর্ষ আদালত৷

প্রাথমিক তদন্তে সিবিআইয়ের দাবি, 2009 থেকে 2011 সালের মধ্যে চন্দার পাশ করা ছ’টি ঋণে গরমিল দেখতে পেয়েছে তারা৷ মোট ঋণের পরিমাণ ছিল 1 হাজার 875 কোটি টাকা৷ এর ফলে 1 হাজার 730 কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয় ব্য়াঙ্ককে৷

ABOUT THE AUTHOR

...view details