আগর মালওয়া (মধ্যপ্রদেশ), 4 ডিসেম্বর: রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) রবিবার সন্ধ্যায় প্রবেশ করবে কংগ্রেস শাসিত রাজস্থানে ৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলত (Ashok Gehlot) এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের (Sachin Pilot) মধ্যে সংঘাতকে সামাল দেওয়াই সেখানে বড় চ্যালেঞ্জ কংগ্রেসের কাছে (Challenge awaiting for Rahul)৷
রবিবার মধ্যপ্রদেশের আগর মালওয়া থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করে ৷ এ দিনই এই রাজ্যে রাহুলের নেতৃত্বাধীন যাত্রার শেষ দিন ৷ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মধ্যপ্রদেশের ঝালাওয়ার হয়ে ভারত জোড়ো যাত্রা রাজস্থানে প্রবেশ করবে ৷ 17 দিনে মরুরাজ্যের 500 কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা । এই প্রথম কংগ্রেস শাসিত রাজ্যে এই যাত্রা প্রবেশ করতে চলেছে ।
আজ সকাল 6টা নাগাদ মধ্যপ্রদেশের লালা খেরি গ্রাম থেকে যাত্রা শুরু হওয়ার পর তাতে পা মেলাতে দেখা গিয়েছে প্রখ্যাত লোকশিল্পী প্রহ্লাদ টিপানিয়া ও কংগ্রেস বিধায়ক জিতু পটওয়ারিকে ৷ সঙ্গে ছিলেন কংগ্রেসের লোকসভার সাংসদ ছিন্দওয়ারা নকুল নাথ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব ও কংগ্রেস বিধায়ক প্রিয়ব্রত সিং ৷
যাত্রার আগে সংঘাত সরিয়ে নিজেদের মধ্যে একতার ছবি তুলে ধরতে চাইছেন শচিন পাইলট ৷ তাঁদের মধ্যে নানা বিষয়ে মতভেদ রয়েছে এবং মুখ্যমন্ত্রী পদের জন্য টানাপোড়েন তৈরি হয়েছিল ৷ রাজস্থানের যাত্রাকে এই অন্তর্দ্বন্দ্ব প্রভাবিত করতে পারে এমন আশংকা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে ৷ তবে তা খারিজ করে দিয়ে পাইলট রবিবার পিটিআইকে বলেছেন যে, দলের রাজ্য ইউনিট "পুরোপুরি ঐক্যবদ্ধ" এবং যাত্রা অন্যান্য রাজ্যের তুলনায় যাতে রাজস্থানে আরও বেশি সফল হয়, তা নিশ্চিত করতে চাইছে দল ৷ রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেছেন, এই যাত্রা আগামী 12 মাসের মধ্যে পরবর্তী নির্বাচনের প্রচারে সহায়তা করবে ৷ শনিবার তাঁর টুইটার হ্যান্ডেলে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানিয়ে একটি ভিডিয়ো বার্তাও দিয়েছেন পাইলট ৷
আরও পড়ুন:'ঘৃণার বীজ ছড়াচ্ছে বিজেপি', দলীয় বৈঠকে লড়াইয়ের ডাক খাড়গের
একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষ্যাৎকার দিতে গিয়ে পাইলটকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ৷ তবে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে কর্মীদের বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন শচীন পাইলট ৷ দুই প্রভাবশালী নেতার দ্বন্দ্বযুদ্ধ সামাল দিতে তৎপর হন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, এই দুই নেতাই দলের সম্পদ ৷