দিল্লি, 4 জানুয়ারি: ভারত বায়োটেকের কোভ্যাকসিন নিয়ে প্রশ্ন উঠছে ৷ তৃতীয় দফার ট্রায়াল ছাড়াই ভারতে কোভ্যাকসিন ছাড়পত্র পাওয়ায় প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল ৷ তাদের বক্তব্য, ঝুঁকি নিয়ে কোভ্যাকসিনকে দেশে ছাড় দিয়েছে সরকার ৷ এবার যাবতীয় সমালোচনার উত্তর দিলেন ভারত বায়োটেকের চেয়ারম্যান কৃষ্ণ এল্লা ৷ তাঁর কথায়, কোভ্যাকসিনের ব্র্যান্ডিংয়ে বলা যায়, "সুরক্ষিত, জলের মতো। "
সোমবার একটি ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ এল্লা বলেন, "আমরা যেমন কাজ করি তাতে করে নেতিবাচক প্রতিক্রিয়া আশা করি না ৷"
তিনি বলেন, "200 শতাংশ সৎ ক্লিনিক্য়াল ট্রায়াল " হয়েছে কোভ্যাকসিনের ৷ মনে করিয়ে দেন, "অতীতে আমরা সততার সঙ্গে 16টি ভ্যাকসিন তৈরি করে সাফল্য পেয়েছি ৷ যা সকলের জানা ৷"
আরও পড়ুন: ভারতে বৈজ্ঞানিক দক্ষতার বড় মাইলফলক কোভ্যাকসিন : কৃষ্ণ এল্লা