হায়দরাবাদ, 21 অগস্ট: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ৷ প্রতীক্ষার আর মাত্র 48 ঘণ্টা ৷ তারপরেই ইতিহাস তৈরি করতে চলেছে ভারত ৷ ইতিমধ্যেই চন্দ্রযান-2-এর সঙ্গে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলের যোগ স্থাপন সফল হয়েছে বলে ইসরো সূত্রে খবর ৷ টুইট করে বলা হয়েছে, 'ওয়েলকাম বাডি ৷' চারবছর ধরে যে অপেক্ষা ছিল, ধীরে ধীরে তার অবসান হতে চলেছে ৷
সোমবার ইসরো জানিয়েছে চন্দ্রযান-2 অরবিটার এবং চন্দ্রযান-3-এর লুনার মডিউলের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করা হয়েছে। চন্দ্রযান-2 অরবিটার আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান-3 এনএম-কে স্বাগত জানিয়েছে। উভয়ের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। মিশন অপারেশনস কমপ্লেক্স (মক্স)-এর কাছে লুনার মডিউল-এ পৌঁছনোর জন্য আরও রুট রয়েছে ৷ জাতীয় মহাকাশ সংস্থা টুইটে এই তথ্য জানিয়েছে ৷
রবিবার ইসরো জানিয়েছে, ভারতের তৃতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলটি 23 আগস্ট সন্ধ্যা 6.04টার দিকে চাঁদের পৃষ্ঠে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। মিশন অপারেশন কমপ্লেক্স, ইসরো টেলিমেট্রিতে অবস্থিত। ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক এই মাধ্যমেই হয়ে থাকে এখানে।