পশ্চিমবঙ্গ

west bengal

Chandrayaan-3: অপেক্ষার 48 ঘণ্টা, চন্দ্রযান 3-এর ল্যান্ডার মডিউলের সঙ্গে সফল যোগ স্থাপন করল চন্দ্রযান 2

By

Published : Aug 21, 2023, 4:49 PM IST

Updated : Aug 21, 2023, 8:36 PM IST

বুধবার বিকেলে চাঁদের মাটি ছোঁবে বিক্রম ৷ তার আগে সোমবার, চন্দ্রযান-2-এর সঙ্গে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলের যোগ স্থাপন সফল হয়েছে বলে টুইট করে জানিয়েছে ইসরো ৷

Etv Bharat
ল্যান্ডার মোডিউলের সফল যোগ স্থাপন

হায়দরাবাদ, 21 অগস্ট: কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ৷ প্রতীক্ষার আর মাত্র 48 ঘণ্টা ৷ তারপরেই ইতিহাস তৈরি করতে চলেছে ভারত ৷ ইতিমধ্যেই চন্দ্রযান-2-এর সঙ্গে চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলের যোগ স্থাপন সফল হয়েছে বলে ইসরো সূত্রে খবর ৷ টুইট করে বলা হয়েছে, 'ওয়েলকাম বাডি ৷' চারবছর ধরে যে অপেক্ষা ছিল, ধীরে ধীরে তার অবসান হতে চলেছে ৷

সোমবার ইসরো জানিয়েছে চন্দ্রযান-2 অরবিটার এবং চন্দ্রযান-3-এর লুনার মডিউলের মধ্যে দ্বিমুখী যোগাযোগ স্থাপন করা হয়েছে। চন্দ্রযান-2 অরবিটার আনুষ্ঠানিকভাবে চন্দ্রযান-3 এনএম-কে স্বাগত জানিয়েছে। উভয়ের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। মিশন অপারেশনস কমপ্লেক্স (মক্স)-এর কাছে লুনার মডিউল-এ পৌঁছনোর জন্য আরও রুট রয়েছে ৷ জাতীয় মহাকাশ সংস্থা টুইটে এই তথ্য জানিয়েছে ৷

রবিবার ইসরো জানিয়েছে, ভারতের তৃতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-3-এর ল্যান্ডার মডিউলটি 23 আগস্ট সন্ধ্যা 6.04টার দিকে চাঁদের পৃষ্ঠে নেমে আসবে বলে আশা করা হচ্ছে। মিশন অপারেশন কমপ্লেক্স, ইসরো টেলিমেট্রিতে অবস্থিত। ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্ক এই মাধ্যমেই হয়ে থাকে এখানে।

ইসরো জানিয়েছে, ল্যান্ডিং ইভেন্টের লাইভ সম্প্রচার শুরু হবে 23 আগস্ট বিকেল 5.20 মিনিটে। অরবিটার, ল্যান্ডার এবং রোভার সমন্বিত চন্দ্রযান-2 মহাকাশযানটি 2019 সালে চালু করা হয়েছিল। রোভারের পেটে থাকা ল্যান্ডারটি বিধ্বস্ত হয়েছিল। চাঁদের পৃষ্ঠে, একটি সফট-ল্যান্ডিং অর্জনের লক্ষ্যে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-2। ইসরো, 2019 সালে জানিয়েছিল যে সুনির্দিষ্ট উৎক্ষেপণ এবং অরবিটাল কৌশলের কারণে, অরবিটারের মিশন লাইফ সাত বছর বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: চাঁদের মাটি ছোঁয়ার প্রতিটি মুহূর্ত সরাসরি সম্প্রচার করবে ইসরো

অর্থাৎ বুধবার বিকালে রোভার প্রজ্ঞানকে পেটের ভিতরে নিয়ে বিক্রমের চাঁদে অবতরণ ঘটবে ৷ ইতিমধ্যেই একাধিক ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৷ চাঁদের দূরবর্তী এলাকার ছবি, যেগুলি তোলা হয়েছে ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন এবং এভয়েডেন্স ক্যামেরা দিয়ে। তাতে ধরা পড়েছে চারদিকে গর্ত, মাটি অসমান, উঁচু-নিচু এলাকা। এই এলাকাতেই সঠিক জায়গা নির্বাচন করে চন্দযান নামবে চাঁদের কোলে ৷

Last Updated : Aug 21, 2023, 8:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details