নয়াদিল্লি, 30 জুন : করোনা আক্রান্তের হার (Covid Positivity Rate) 10-এর নিচে রাখতে 15টি রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় সরকার ৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের (MH&FW) তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ তালিকায় উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য রয়েছে ৷ রয়েছে পশ্চিমবঙ্গের নামও ৷ ওই রাজ্যগুলির বেশ কয়েকটি জেলার করোনার সংক্রমণ দেখে চিন্তায় কেন্দ্র ৷ তাই এই নির্দেশ বলে জানা গিয়েছে ৷ সেই কারণে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র ৷
আরও পড়ুন :করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রকে গাইডলাইন তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের
ওই 15টি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ৷ চিঠিতে যে রাজ্যগুলির নাম রয়েছে, সেই তালিকায় পশ্চিমবঙ্গও (West Bengal) রয়েছে ৷ রাজেশ ভূষণ চিঠিতে দাবি করেছেন যে গত 21 জুন থেকে 27 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ এই রাজ্যগুলিতে করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেট 10-এর বেশি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজ্যগুলিকে আরটি-পিসিআর টেস্ট বৃদ্ধিতে নজর দিতে বলেছেন ৷ পাশাপাশি করোনা পজিটিভিটির হার 10-এর নিচে নামাতেও নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত, প্রতিদিন যতজনের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে প্রতি একশো জনে যতজনের রিপোর্ট পজিটিভ আসে, তাকে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয় ৷