নয়াদিল্লি, 4 ডিসেম্বর : করোনা (Covid-19) নিয়ন্ত্রণে আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দিয়ে একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠল স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷ শনিবার কর্নাটক, কেরালা, তামিলনাড়ু, জম্মু-কাশ্মীর, ওড়িশা ও মিজোরামকে এই চিঠি পাঠানো হয়েছে ৷ তাদের বলা হয়েছে, করোনার সংক্রমণ বাগে আনতে ‘পরীক্ষা, পর্যবেক্ষণ, চিকিৎসা, টিকাকরণ ও কোভিডবিধি’-র (Test-Track-Treat-Vaccinate-Covid Appropriate Behaviour) কৌশল আরও কঠোরভাবে মানতে হবে ৷ সূত্রের দাবি, সম্প্রতি দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে করোনার সংক্রমণ ও করোনায় মৃত্যুর সাপ্তাহিক পরিসংখ্যান ফের বাড়তে শুরু করেছে ৷ তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
আরও পড়ুন :Omicron in India : এবার ওমিক্রন হানা গুজরাতেও
এই প্রসঙ্গে, গত 27 নভেম্বরের একটি চিঠির কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ (Union Health Secretary Rajesh Bhushan) ৷ শনিবার তিনি বলেন, ‘‘করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন সম্পর্কে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সতর্ক করতেই 27 নভেম্বর ওই চিঠি পাঠান হয়েছিল ৷’’ তাতে বিদেশ থেকে আসা পর্যটক এবং ঘন ঘন বিদেশে যান, এমন বাসিন্দাদের উপর নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয় ৷ একইসঙ্গে, করোনাপ্রবণ বিভিন্ন এলাকা ও করোনা আক্রান্তদের উপর নজরদারি এবং কোভিডবিধি কঠোরভাবে পালনের উপরও জোর দেওয়া হয় ৷