পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির জন্য় 750টি ICU শয্য়ার ব্য়বস্থা করবে কেন্দ্র : কেজরিওয়াল - স্বরাষ্ট্রমন্ত্রী

20 অক্টোবর থেকে দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরেই দিল্লির মুখ্য়মন্ত্রী জানান, কেন্দ্র আশ্বাস দিয়েছে, 750টি ICU শয্য়ার ব্য়বস্থা করা হবে ৷ সেই শয্যাগুলি DRDO সেন্টারের থেকে ব্য়বস্থা করা হবে ৷

Centre will make arrangements for 750 hospital beds will all the facilities of Intensive Care Units for Covid patients in Delhi
দিল্লির জন্য় 50টি ICU শয্য়ার ব্য়বস্থা করবে কেন্দ্র : কেজরিওয়াল

By

Published : Nov 15, 2020, 9:27 PM IST

দিল্লি, 15 নভেম্বর : কেন্দ্রীয় সরকার দিল্লিতে কোরোনা রোগীদের জন্য় 750টি ICU শয্য়ার ব্য়বস্থা করেছে ৷ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বাড়তে থাকা কোরোনা সংক্রমণ নিয়ে বৈঠকের পরে এমনই জানালেন মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আগামী দু’দিনের মধ্য়ে সেই সব ব্য়বস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি ৷

20 অক্টোবর থেকে দিল্লিতে কোরোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাডছে ৷ এই পরিস্থিতিতে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেজরিওয়াল ৷ সেই বৈঠকের পরেই দিল্লির মুখ্য়মন্ত্রী জানান, কেন্দ্র সরকার আশ্বাস দিয়েছে, 750টি ICU শয্য়ার ব্য়বস্থা করা হবে ৷ সেই শয্যাগুলি DRDO সেন্টারের থেকে ব্য়বস্থা করা হবে ৷ পাশাপাশি প্রতিদিন কোরোনা পরীক্ষা বাড়িয়ে 1 লক্ষ করা হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল ৷ DRDO-র নতুন কমপ্লেক্সে এই ICU শয্য়ার ব্য়বস্থা থাকবে ৷ নভেম্বরের শুরু থেকে কোরোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে ৷ এমনকি ICU শয্য়াও সেই মত ছিল না ৷ গত সপ্তাহে সরকারের আবেদনে দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, 33টি বেসরকারি হাসপাতালে সরকার 80 শতাংশ শয্য়া কোরোনা রোগীদের জন্য় বরাদ্দ করা যাবে ৷

এখন দিল্লিতে দিনে প্রায় ন’হাজারের কাছাকাছি কোরোনা সংক্রমণের রিপোর্ট আসছে ৷ যা 15000 পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details