নয়াদিল্লি, 19 এপ্রিল: সমলিঙ্গ বিবাহ শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই দাবি করেছিল কেন্দ্র সরকার ৷ বুধবার শুনানিতে বিজেপি সরকারের সেই অবস্থানকে মানতে চাইল না পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ৷ দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করে বলেছেন, "জন্মগত কিছু শহুরে অভিজাত হতে পারে না ।" প্রধান বিচারপতি আরও বলেন, "সমলিঙ্গ বিবাহ শহুরে হতে পারে ৷ কারণ শহুরে এলাকার মানুষ এখন বেশি সামনে আসছে এই বিষয় নিয়ে ৷ তবে সরকার এমন কোনও তথ্যের মাধ্যমে তার অবস্থানকে স্পষ্ট করতে পারেনি ৷ যা প্রমাণ করে যে এটি শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি ।"
প্রসঙ্গত, সমলিঙ্গ বিবাহের বৈধতা বা আইনি স্বীকৃতি সম্পর্কিত একগুচ্ছ আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার শুনানি শুরু হয়েছে মঙ্গলবার ৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসিমহার পাঁচ সদস্য বিশিষ্ট সাংবিধানিক বেঞ্চে এই মামলার শুনানি চলছে । বুধবার ছিল সুপ্রিম কোর্টে শুনানির দ্বিতীয় দিন । কেন্দ্রীয় সরকার এদিন শীর্ষ আদালতে একটি নতুন হলফনামা দাখিল করেছে ৷ তাতে সমলিঙ্গ বিবাহকে বৈধতা দেওয়ার দাবিতে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পক্ষ করার আহবান জানানো হয়েছে ।