পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Misuse of Thyagraj Stadium : স্টেডিয়াম খালি করে কুকুর নিয়ে সান্ধ্যভ্রমণ, আইএএস দম্পতির বদলি লাদাখ-অরুণাচলে - IAS Couple Dog Walk in Thyagraj Stadium

দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে সন্ধেবেলা কুকুর নিয়ে হাঁটতেন আইএএস দম্পতি ৷ বেশ চলছিল ৷ সে সময় কোচ, খেলোয়াড়রা স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হতেন ৷ খবর, ফোটো আর ভিডিয়ো দেখে টনক নড়ল স্বরাষ্ট্র মন্ত্রকের (IAS Couple Dog Walk in Thyagraj Stadium) ৷

IAS couple in Thyagraj Stadium
ত্যাগরাজ স্টেডিয়ামে কুকুর নিয়ে আইএএস দম্পতি

By

Published : May 27, 2022, 9:26 AM IST

নয়াদিল্লি, 27 মে :কুকুর নিয়ে স্টেডিয়ামে অ্যাথলেটিকসদের ট্র্যাকে হাঁটবেন আইএএস দম্পতি ৷ তাই সন্ধে 7 টার আগেই দিল্লির ত্যাগরাজ স্টেডিয়াম ফাঁকা করে দিতে হবে ৷ এমন অভিযোগ উঠেছে সঞ্জীব খিরওয়ার এবং তাঁর স্ত্রী অনু দাগ্গার বিরুদ্ধে ৷ আর এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার পদক্ষেপ করল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ শাস্তিস্বরূপ দিল্লির রেভেনিউ কমিশনার সঞ্জীবকে লাদাখ এবং স্ত্রী অনু দুগ্গাকে অরুণাচল প্রদেশে বদলির নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Centre transfers IAS officers over allegedly misusing Thyagraj Stadium in Delhi) ৷

এই ঘটনা প্রসঙ্গে এক কোচ সংবাদসংস্থাকে বলেন, "হ্যাঁ, এটা সত্যি ৷ একজন আইএএস তাঁর কুকুর নিয়ে অ্যাথলেটিক্সদের ট্র্যাকে হাঁটেন ৷ তাঁর জন্য আমাদের পৌনে সাতটার মধ্যে স্টেডিয়াম খালি করে দিতে বলা হয় ৷ এই আবহাওয়ায় 4টের সময় ট্রেনিং চালানো নয় ৷ আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি ৷"একই আক্ষেপ করেছেন কুস্তিগির যোগেশ্বর দত্তও ৷

আরও পড়ুন : Delhi Heavy Rain and Thunderstorm : ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, গাছ উপড়ে বন্ধ রাস্তা; ব্যাহত বিমান পরিষেবা

ত্যাগরাজ স্টেডিয়ামের দায়িত্ব দিল্লি সরকারের ৷ বিগত কয়েক মাস ধরে এনিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, দিল্লির রাজস্ব বিভাগের মুখ্য সচিব সঞ্জীব খিরওয়ার তাঁর কুকুর নিয়ে প্রায় আধ ঘণ্টা পায়চারি করবেন বলে সবাইকে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে ৷ 1994-এর আইএএস খিরওয়ার দিল্লির পরিবেশ দফতরের সচিবও ৷ এর মধ্যে আবার কেজরিওয়াল সরকার নির্দেশ দিয়েছে সরকার পরিচালিত স্টেডিয়াম বা অন্য জায়গাগুলি রাত 10টা পর্যন্ত খোলা থাকবে ৷

বিগত বেশ কিছু বছর ধরে সঞ্জীব খিরওয়ার দিল্লিতে ছিলেন ৷ তবে কুকুর নিয়ে স্টেডিয়ামে হাঁটতে গিয়ে কোচ আর অ্যাথলেটিক্সদের তোপের মুখে পড়েন ৷ তিনি, তাঁর স্ত্রী ও কুকুর স্টেডিয়ামে হাঁটছে, এমন ফোটো ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ অন্য দিকে সংবাদমাধ্যমে খবর, ফোটো, ভিডিয়ো দেখে তড়িঘড়ি দিল্লির মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সরকারি সূত্র অনুযায়ী, সঞ্জীব খিরওয়ার ও তাঁর স্ত্রী অনু দুগ্গা দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামের অপব্যবহার করেছেন ৷ এ বিষয়ে দিল্লির মুখ্য সচিবকে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ৷ মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গে দম্পতিদের ভারত-চিন সীমান্তের লাদাখ ও অরুণাচলে পাঠিয়েছে কেন্দ্র ৷

ABOUT THE AUTHOR

...view details