পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Farm Laws Repeal : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

তিন বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার করার ঘোষণা করলেন মোদি (Narendra Modi) ৷ আগামী সাংসদ অধিবেশনে এই নিয়ে পদক্ষেপ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

Narendra Modi
Narendra Modi

By

Published : Nov 19, 2021, 9:23 AM IST

Updated : Nov 19, 2021, 4:27 PM IST

নয়াদিল্লি, 19 নভেম্বর : কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ শুক্রবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে একথা ঘোষণা করলেন ৷

প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, " কৃষি বাজেট পাঁচগুণ বেড়েছে ৷ এই বাজেটে বছরে 1.25 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে ৷" কৃষি আইন প্রণয়নের যুক্তি হিসাবে বলেন, "এই তিনটি আইনের লক্ষ্য ছিল কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানো ৷ কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম কিন্তু একশ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি ৷ তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷ আগামী সাংসদ অধিবেশনে সেগুলি বাতিল করার ব্যবস্থা করা হবে ৷" এদিন মোদি বিক্ষোভকারী কৃষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানান ৷

আন্দোলনকারী কৃষকনেতারা স্পষ্ট করেছেন, তাঁরা মূলত দু'টি দাবি নিয়ে প্রতিবাদ করছেন ৷ প্রথমত, বিতর্কিত এই কৃষি আইনগুলি বাতিল করতে হবে এবং এমএসপি অর্থাৎ সর্বনিম্ন সহায়ক মূল্যের নিশ্চয়তা দিতে হবে ৷ প্রধানমন্ত্রীর বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পর কৃষকদের তরফে জানানো হয়েছে, সরকার তাঁদের একটি দাবি মেনে নিয়েছে ৷ এই মূহূর্তে সীমানা খালি করা বা প্রতিবাদ চালিয়ে যাওয়া সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সম্মিলিত কিষান মোর্চার বৈঠকে । তবে এটা নিজেদের বড় জয় বলে মনে করছেন তাঁরা ৷ রাকেশ টিকায়েত জানিয়েছেন, এই আইন প্রত্যাহারের প্রক্রিয়া সংসদে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী এমএসপি নিয়ে খোলসা করে কিছু বলেননি ৷ এই বিষয়টি নিয়ে আইন প্রণয়নের দাবি এখনও অমীমাংসিত ৷ কৃষকদের বেশ কিছু দাবি নিয়ে এখনও সিদ্ধান্ত জানা যায়নি ৷ সেবিষয়েও বৈঠক হবে ৷ আইন তিনটি প্রত্যাহারের ঘোষণাকে তাঁরা স্বাগত জানাচ্ছেন ৷ তবে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন ৷

তবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর (Narendra Singh Tomar) প্রধানমন্ত্রী এই ঘোষণার পর কৃষকদের শুভেচ্ছা জানান ৷ বলেন, "2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দায়িত্ব সামলাচ্ছেন ৷ শুরু থেকেই দেশের কৃষিক্ষেত্র এবং কৃষকদের লাভের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের শুরু করেছেন ৷ কৃষকরা তার লাভও পেয়েছেন ৷ বহুদিন ধরে অপেক্ষার পর উৎপাদন খরচের উপর 50 শতাংশ বৃদ্ধি করে এমএসপি ঘোষণা করেছে মোদি সরকার ৷ প্রধানমন্ত্রী কৃষকদের প্রতিকূল অবস্থা থেকে মুক্তির জন্য তিনটি আইনের প্রণয়ন করেন ৷ কৃষকরা এই আইনের লাভ ভোগ করতে পারতেন ৷ কিন্তু এটা দুঃখের যে, দেশের একশ্রেণির কিছু কৃষককে আমরা এই আইনগুলির উপকারিতা বোঝাতে পারিনি ৷"

আইন প্রত্যাহারের ঘোষণার পরই মোদিকে অভিনন্দন জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) ৷ টুইটে লেখেন, "দারুণ খবর ! গুরুনানক জয়ন্তীতে প্রতিটি পাঞ্জাবির দাবি মেনে নেওয়া এবং তিনটি কালো আইন বাতিল করার জন্য মোদিজিকে ধন্যবাদ ৷ আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার কৃষকদের উন্নয়নের উদ্দেশ্যে কাজ করে যাবে !"

রাহুল গান্ধি (Rahul Gandhi) এর আগে সংবাদমাধ্যমে দাবি করেছিলেন যে কেন্দ্রকে এই আইন প্রত্যাহার করতেই হবে ৷ সেই কথাই মনে করিয়ে তিনি টুইটে লিখেছেন, "দেশের অন্নদাতারা সত্যাগ্রহ করে অহংকারের মাথা নত করে দিয়েছেন । অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন ! জয় হিন্দ, জয় হিন্দের কৃষক !"

কংগ্রেসের তরফে সামগ্রিকভাবে খানিক কটাক্ষের সুর শোনা গিয়েছে ৷ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের জন্যই মোদির এই পদক্ষেপ বলে খোঁচা শোনা গেল প্রবীণদের থেকে ৷ পি চিদাম্বরম (P. Chidambaram) টুইটে লিখেছেন, যোগী রাজ্যে আসন্ন নির্বাচনের ভয়েই এই ঘোষণা ৷ নিজের টুইটার হ্যান্ডেলে একই কথা লিখেছেন কপিল সিবালও (Kapil Sibal) ৷ তিনি লেখেন, ‘‘স্বাগত পদক্ষেপ ৷ ইউপি নির্বাচনের কারণেই জ্ঞান ফিরেছে ৷ হারানো জীবন বাঁচানো যেত !"

টুইটে কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, "বিজেপি যে নিষ্ঠুর ব্যবহার কৃষকদের সঙ্গে করেছে, তারপরও তাঁরা নিরলসভাবে লড়াই করেছেন ৷ লড়াইয়ে আপনজনদের হারিয়েছেন ৷ তাঁদের জন্য আমার সমবেদনা রইল ৷ এটি আপনাদের জয় !"

আরও পড়ুন : Narendra Modi : মোদি-মালিয়াদের ফেরাতে তৎপর কেন্দ্র, কারও নাম না করেই বার্তা প্রধানমন্ত্রীর

Last Updated : Nov 19, 2021, 4:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details