পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Fight Against Hypertension-Diabetes: 2025-এর মধ্যে উচ্চ রক্তচাপ-ডায়াবিটিসের 75 মিলিয়ন রোগীকে স্ট্যান্ডার্ড কেয়ারে আনবে কেন্দ্র

2025 সালের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিসের 75 মিলিয়ন রোগীকে স্ট্যান্ডার্ড কেয়ারের মধ্যে নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে এ কথা জানালেন নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পল ৷

Fight Against Hypertension-Diabetes
Fight Against Hypertension-Diabetes

By

Published : May 17, 2023, 7:40 PM IST

নয়াদিল্লি, 17 মে: বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বুধবার একটি উচ্চাভিলাষী উদ্যোগ শুরু করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ 2025 সালের মধ্যে 75 মিলিয়ন উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিস রোগীকে স্ক্রিনিং ও তাঁদের স্ট্যান্ডার্ড কেয়ারে রাখার উদ্যোগ নেওয়া হল ৷

63 শতাংশ মৃত্যুর মধ্যে কার্ডিয়োভাসকুলার ডিজিজ (সিভিডি)-এর কারণে মারা যান 27 শতাংশ ৷ এরপরে দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগে 11 শতাংশ, ক্যান্সারে 9 শতাংশ, ডায়াবিটিসে 3 শতাংশ এবং অন্যান্য রোগে 13 শতাংশের মৃত্যু হয় । ভারতের রোগ বোঝার উদ্যোগ সিভিডি কোলাবরেটরস 2016 অনুযায়ী, 54.5 মিলিয়ন রোগী কার্ডিয়োভাসকুলার ডিজিজের, ইস্কেমিক হার্ট ডিজিজের রোগী 23.8 মিলিয়ন, স্ট্রোকের রোগী 6.5 মিলিয়ন, সিওপিডি-র রোগী 55 মিলিয়ন, হাঁপানির 38 মিলিয়ন এবং ডায়াবিটিসের রয়েছে 65 মিলিয়ন রোগী ।

এই অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার 2025 সালের মধ্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবিটিসের 7.5 কোটি লোককে স্ট্যান্ডার্ড কেয়ারে নিয়ে আসার পরিকল্পনা শুরু করেছে । ইটিভি ভারতকে নীতি আয়োগের সদস্য ডা. ভিকে পল বলেন, "2025 সালের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিসে 75 মিলিয়ন লোককে স্ট্যান্ডার্ড কেয়ারে নিয়ে আসার জন্য এটি ভারত সরকারের একটি দুর্দান্ত উদ্যোগ ৷"

এই উদ্যোগে প্রতিটি রোগীর সঠিকভাবে স্ক্রিনিং এবং রোগ নির্ণয় করা হবে । রক্তচাপ ও ডায়াবিটিসকে যথাযথ ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা দরকার বলে জানান ডা. পল ৷ নতুন দিল্লিতে "উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনাকে ত্বরান্বিত করা" শীর্ষক অনুষ্ঠানের ফাঁকে ইটিভি ভারতকে তিনি সরকারের এই উদ্যোগের কথা জানান । 17 মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে ৷

ডা. পল বলেন, এই ধরনের অসংক্রামক রোগ থেকে দেশবাসীকে রক্ষা করুন ৷ উচ্চরক্তচাপ ও ডায়াবিটিসের বিশেষ কোনও টিকা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, মানুষের নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবিটিস নিয়ন্ত্রণের জন্য নিয়ন্ত্রিত খাদ্যগ্রহণ ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন বলে জানান তিনি ।

আরও পড়ুন:উচ্চ রক্তচাপের একাধিক কারণ থাকতে পারে ! তাই আগে থেকেই সতর্ক হন

ABOUT THE AUTHOR

...view details