পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Article 370 Hearing: জম্মু ও কাশ্মীরে যেকোনও সময় ভোটের জন্য প্রস্তুত সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র - কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর

Article 370 Hearing in Supreme Court: সংবিধানের 370 ধারা বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ফলে বিশেষ মর্যাদা চলে গিয়েছে জম্মু ও কাশ্মীর ৷ সেই সময় থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে ভূস্বর্গ ৷ তার পর থেকে সেখানে আর ভোট হয়নি ৷ বৃহস্পতিবার 370 ধারা বাতিলের বিরুদ্ধে চলা মামলার শুনানিতে কেন্দ্র জানিয়েছে, ভূস্বর্গে যেকোনও সময় ভোট করতে প্রস্তুত তারা ৷

Article 370 Hearing
Article 370 Hearing

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 12:17 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে যেকোনও সময় নির্বাচন করতে প্রস্তুত ৷ সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার এই কথা জানানো হয়েছে কেন্দ্রের তরফে ৷ জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা সরাতে সংবিধানের 370 ধারার অবলুপ্তি নিয়ে মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে ৷ সেখানেই এ দিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই কথা জানান৷ সুপ্রিম কোর্টকে তিনি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে ৷ সেই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে ৷

এ দিন শুনানিতে কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে যে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যায়ক্রমে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ ভোট হবে একেবারে তৃণমূলস্তর থেকে ৷ প্রথমে ভোট হবে পঞ্চায়েত পর্যায়ে ৷ তার পর পৌরসভাগুলিতে নির্বাচন করানো হবে ৷ একেবারে শেষে বিধানসভা ভোট হবে সেখানে ৷

ওই কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন করানোর মতো পরিস্থিতি যে তৈরি হয়েছে, তা সরকার কীভাবে বুঝতে পারছে, সেই ব্যাখ্যাও শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে সেখানে জঙ্গি হামলা উল্লেখযোগ্যভাবে কমেছে ৷ আগের থেকে 45 শতাংশ কমেছে এই ধরনের হামলার ঘটনা ৷ অনুপ্রবেশের ঘটনা কমেছে প্রায় 90.2 শতাংশ ৷ তাছাড়া পাথর ছোড়ার ঘটনা প্রায় 97 শতাংশ কমেছে ৷

সলিসিটর জেনারেল তুষার মেহতা এই তথ্য দেওয়ার পাশাপাশি আরও জানিয়েছেন যে ওই কেন্দ্রশাসিত অঞ্চলে নিরাপত্তাবাহিনীর উপর আক্রমণের ঘটনা আগের থেকে 65.9 শতাংশ কমে গিয়েছে ৷ এর থেকে বোঝা যাচ্ছে যে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে ৷ সেই কারণেই নির্বাচনের বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে সরকারিস্তরে ৷

উল্লেখযোগ্যভাবে, লেহ-এর নির্বাচন ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে৷ কার্গিল পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার কথা । এই দৃষ্টান্তগুলি এই অঞ্চলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসাহিত করার জন্য সরকারের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে বলে মনে করে প্রশাসনিক মহল ৷

আরও পড়ুন:370 বাতিলে সংবিধান লঙ্ঘনের বিষয়ই খতিয়ে দেখা হবে, জানাল সুপ্রিম কোর্ট

ABOUT THE AUTHOR

...view details