নয়াদিল্লি, 27 অক্টোবর: খুচরো বাজারে পেঁয়াজের দাম 57 শতাংশ বেড়ে প্রতি কেজি 47 টাকা হয়েছে ৷ এই পরিস্থিতিতে এবার বাজারে ভর্তুকি দিয়ে 25 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷ শুক্রবার কেন্দ্রের তরফে খুচরো বাজারে মজুত পেঁয়াজ 25 টাকা কেজি দরে বিক্রি করার কথা বলা হয়েছে ৷ উল্লেখ্য, গতবার এই সময় খুচরো বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি 30 টাকা ছিল ৷ যা শুক্রবার 57 শতাংশ বেড়ে সর্বোচ্চ 47 টাকা প্রতি কেজি হয়েছে ৷ জাতীয় রাজধানী দিল্লিতে খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজরে দাম বেড়ে 40 টাকা হয়েছে ৷
সংবাদ সংস্থা পিটিআই-কে উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং বলেন, ‘‘আমরা অগস্টের মাঝামাঝি সময় থেকে মজুত থাকা পেঁয়াজ ছাড়তে শুরু করছি ৷ আমরা খুচরো বাজারে বিক্রি বাড়িয়ে দিচ্ছি, যাতে এই মূল্যবৃদ্ধির হার কমে যায় এবং উপভোক্তাদের স্বস্তি দেওয়া যায় ৷’’ উপভোক্তা বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, সরকার খুচরো বাজারের পাশাপাশি পাইকারি বাজারেও মজুত পেঁয়াজ ছাড়ছে ৷ তবে, এই পেঁয়াজ ছাড়া হবে সেই রাজ্যগুলিতেই, যেখানে পেঁয়াজের দাম একলাফে অনেকটা বেড়ে গিয়েছে ৷ মন্ত্রকের দাবি অনুযায়ী, গত অগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে 22টি রাজ্যের বিভিন্ন জায়গায় অতিরিক্ত মজুত পেঁয়াজ ছাড়া হয়েছে ৷
আরও পড়ুন:নায্য সহায়ক মূল্যের দাবিতে রাস্তায় পেঁয়াজ ফেলে বিক্ষোভ বিজেপির