দিল্লি, 22 নভেম্বর : উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হিমাচল প্রদেশে কোরোনা নিয়ন্ত্রণের কাজে সুবিধার জন্য় উচ্চ পর্যায়ের 3 সদস্য়ের দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার ৷ এইসব রাজ্য়গুলি থেকে পাওয়া কোরোনা রিপোর্ট অনুযায়ী, সেখানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্য়া বেড়েছে ৷ অর্থাৎ, রাজ্য়গুলির কারো রিপোর্টে কোরোনা হাসপাতালে ভর্তির সংখ্য়া অনেক বেশি বা কোনও ক্ষেত্রে হোম আইসোলেশনে থেকে রোগীরা চিকিৎসা করাচ্ছেন বা কোনও রাজ্য়ে নতুন জায়গায় কোরোনা সংক্রমণের খবর এসেছে ৷ ফলে এ রাজ্য়গুলিকে কোরোনা মোকাবিলায় সবরকম সাহায্য়ের জন্য় তিন সদস্য়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার ৷
কোরোনা প্রতিরোধে সাহায্য়ের জন্য় 3 রাজ্য়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কেন্দ্রের - হিমাচল প্রদেশ
এই তিন রাজ্য়ের যেসব জেলা থেকে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণের রিপোর্ট এসেছে, সেইসব জেলাগুলিতে কন্টেনমেন্ট, নজরদারি, কোরোনার পরীক্ষা, সংক্রমণ রুখতে ব্য়বস্থা নেওয়া এবং তা নিয়ন্ত্রণ করতে সাহায্য় করবে ৷ পাশাপাশি পজ়িটিভ ক্ষেত্রে যোগ্য় ক্লিনিকাল ম্য়ানেজ়মেন্ট গড়ে তুলতে সাহায্য় করবে ৷
এই তিন রাজ্য়ের যেসব জেলা থেকে সবচেয়ে বেশি কোরোনা সংক্রমণের রিপোর্ট এসেছে, সেইসব জেলাগুলিতে কন্টেনমেন্ট, নজরদারি, কোরোনার পরীক্ষা, সংক্রমণ রুখতে ব্য়বস্থা নেওয়া এবং তা নিয়ন্ত্রণ করতে সাহায্য় করবে ৷ পাশাপাশি পজ়িটিভ ক্ষেত্রে যোগ্য় ক্লিনিকাল ম্য়ানেজ়মেন্ট গড়ে তুলতে সাহায্য় করবে ৷ কেন্দ্রীয় এই দলগুলি সময়ের মধ্য়ে রোগ নির্ণয় এবং তার ফলো আপ করতেও সাহায্য় করবে ৷ এর আগে কেন্দ্র সরকার এই ধরণের বিশেষ দল হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মণিপুর এবং ছত্তিশগড়ে পাঠিয়েছিল ৷
বর্তমানে ভারতে সক্রিয়ত কোরোনা আক্রান্তের সংখ্য়া 4 লক্ষ 40 হাজার 962, যা মোট সংক্রমণের নিরিখে 4.85 শতাংশে নেমে এসেছে ৷ পাশাপাশি সুস্থতার হার বেড়ে 93.69 শতাংশ হয়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন মোট 43 হাজার 493 জন ৷ ফলে মোট সুস্থ হয়েছেন 85 লক্ষ 21 হাজার 617 জন ৷ বর্তমানে সংক্রিয় কোরোনা আক্রান্ত ও সুস্থ হওয়া ব্য়ক্তিদের পরিসংখ্য়ানের মধ্য়ে ব্য়বধান ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ৷