পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Centre Rejects Hunger Index: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে ভ্রান্ত বলে খারিজ কেন্দ্রের - বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টকে

2022-এর বিশ্ব খাদ্য সূচক প্রকাশিত হয়েছে ৷ এতে ভারতের অবস্থান তৃতীয় বিশ্বের অন্য় দেশগুলির থেকে নীচে ৷ এই রিপোর্টকে ভ্রান্ত বলে বিবৃত দিল মোদি সরকারের নারী-শিশু কল্যাণ মন্ত্রক (Erroneous Global Hunger Index) ৷

Global Hunger Index
ETV Bharat

By

Published : Oct 16, 2022, 10:57 AM IST

নয়াদিল্লি, 16 অক্টোবর: বিশ্ব খাদ্য সূচকের রিপোর্ট ভুল ৷ শনিবার বিশ্ব খাদ্য সূচকের রিপোর্টে ভারত 107তম স্থানে রয়েছে ৷ প্রতিবেশী দেশ পাকিস্তান (99), বাংলাদেশ (84) এবং আর্থিক সংকটে ভুগতে থাকা শ্রীলঙ্কাও (64) ভারতের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে (Centre) ৷

এই রিপোর্ট প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক (Women and Child Development Ministry) ৷ সেখানে জানানো হয়েছে, এই সূচক নির্ধারণে মেথডোলজিক্যাল সমস্যা আছে ৷ ক্ষুধার পরিমাপও ত্রুটিপূর্ণ ৷ তাই কেন্দ্র এই সূচককে খারিজ করছে ৷ এখানে দেশের প্রতি অবহেলার ছবি তুলে ধরা হয়েছে ৷ জনসংখ্যাকে খাদ্যের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ দিতে পারছে না ভারত ৷ এই চেষ্টা ফুটে উঠেছে বিশ্ব খাদ্য সূচকে (Global Hunger Index) ৷

আরও পড়ুন: বিশ্ব ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার থেকেও খারাপ পরিস্থিতি ভারতে

তবে বিশ্ব খাদ্য সূচক এই বিষয়টি খতিয়ে দেখবে বলে আশ্বাস দিয়েছে, তাও তাদের এই পর্যবেক্ষণ দুঃখজনক, ক্ষোভ মন্ত্রকের ৷ 2022 সালের এই রিপোর্ট প্রকাশ করেছে দু'টি এনজিও সংস্থা- আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড (Concern Worldwide) এবং জার্মানির ওয়েল্ট হাংগার হিলফ (Welt Hunger Hilfe) ৷ 121টি দেশের মধ্যে ভারতকে তারা 107 নম্বরে রেখেছে ৷ এটি ত্রুটিপূর্ণ বলে মন্ত্রকের দাবি ৷

সূচক পরিমাপের ক্ষেত্রে 4টের মধ্যে 3টি নির্দেশক (Indicator) শিশুদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত ৷ এগুলি সম্পূর্ণ জনসংখ্যার প্রতিনিধিত্ব করতে পারে না ৷ চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশকটি অপুষ্টিতে ভোগা জনসংখ্যার অনুপাত (proportion of undernourished, POU) ৷ তাতে ভারতের হার 16.3 শতাংশ ৷ খুব ক্ষুদ্র মাপের মাত্র 3 হাজার নমুনার ভিত্তিতে এই নির্দেশক নির্ণয় করা হয় ৷

কেন্দ্রীয় সরকার মনে করে, মাটির বাস্তবতার সঙ্গে এই রিপোর্টের কোনও সম্পর্ক নেই ৷ শুধু তাই নয়, সরকার দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তাকে জেনেশুনে অবহেলা করা হয়েছে ৷ বিশেষত কোভিড প্যানডেমিকের সময় সরকার সাধারণ মানুষের জন্য যে সব বন্দোবস্ত করেছিল, অভিযোগ কেন্দ্রের ৷

ABOUT THE AUTHOR

...view details