পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র - Closed

আকাশপথে যাতায়াত ও পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এয়ার ইন্ডিয়া নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই টানাপোড়েন চলছে ৷ কয়েক বছর ধরেই ঋণগ্রস্ত অবস্থাতেই চলছে এই উড়ান সংস্থা ৷ প্রায় 60 হাজার কোটি টাকার ঋণ রয়েছে এই সংস্থার ৷

বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র
বিলগ্নিকরণ অথবা বন্ধ করা হবে, এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ স্পষ্ট করল কেন্দ্র

By

Published : Mar 27, 2021, 6:04 PM IST

নয়াদিল্লি, 27 মার্চ : এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ হবেই ৷ শনিবার জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরী ৷ তিনি এই বিষয়ে জানান, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ সম্ভব না হলে, তা বন্ধ করে দেওয়া হবে ৷

আকাশপথে যাতায়াত ও পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এয়ার ইন্ডিয়া নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই টানাপোড়েন চলছে ৷ কয়েক বছর ধরেই ঋণগ্রস্ত অবস্থাতেই চলছে এই উড়ান সংস্থা ৷ প্রায় 60 হাজার কোটি টাকার ঋণ রয়েছে এই সংস্থার ৷

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানা যায় যে তারা এই উড়ান সংস্থার বিলগ্নিকরণের পথে হাঁটতে চায় ৷ এই নিয়ে বিতর্কও কম হয়নি ৷ কিন্তু সরকার নিজেদের সিদ্ধান্তের অটল ৷

এই নিয়েই শনিবার প্রতিক্রিয়া দেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ পুরি ৷ তিনি জানান, এয়ার ইন্ডিয়ার 100 শতাংশ বিলগ্নিকরণ হবে ৷ খুব শীঘ্রই নতুন ‘ঘর’ পাবে এয়ার ইন্ডিয়া ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে এয়ার ইন্ডিয়ার বিষয়টি বিলগ্নিকরণ করা বা না করার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে নেই ৷ হয় এয়ার ইন্ডিয়ার বিলগ্নকরণ হবে ৷ অথবা এই সংস্থাকে বন্ধ করে দেওয়া হবে ৷

মন্ত্রী জানান, যে সংস্থা এয়ার ইন্ডিয়া কিনবে, তারা 64 দিনের মধ্যে বিড করবে ৷ উল্লেখ্য, সাম্প্রতিক কালে বেশ কয়েকটি সংস্থা এয়ার ইন্ডিয়া কিনতে আগ্রহ দেখিয়েছে ৷ গত সোমবারই এক বৈঠকে বিডারদের তালিকা তৈরি করা হয় ৷

আরও পড়ুন :"লকডাউন কোনও সমাধান নয়, কোভিডের সঙ্গেই বাঁচা শিখতে হবে"

প্রসঙ্গত, এবারের বাজেটে কেন্দ্রীয় সরকারের তরফে 2268 কোটি টাকা এয়ার ইন্ডিয়ার জন্য বরাদ্দ করা হয় ৷ ওই উড়ান সংস্থার আর্থিক কাঠামো পুনর্গঠনের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল ৷

ABOUT THE AUTHOR

...view details