নয়াদিল্লি, 26 মার্চ: গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প (এমজিএনআরইজিএ) বা একশো দিনের কাজ প্রকল্পে দৈনিক মজুরির পরিমাণ বাড়ল ৷ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ বিভিন্ন রাজ্যে 7 থেকে 26 টাকা পর্যন্ত বেড়েছে এই দৈনিক মজুরির পরিমাণ (MGNREGA Wage Rates increased) ৷
2023-24 অর্থবর্ষের জন্য গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে এই মজুরি বৃদ্ধি করা হয়েছে ৷ শতাংশের হিসেবে সর্বোচ্চ মজুরি বৃদ্ধি হয়েছে রাজস্থানে ৷ 231 টাকা থেকে বেড়ে এবছর তা হয়েছে 255 টাকা ৷ 8 শতাংশ মজুরি বৃদ্ধি হয়েছে বিহার ও ঝাড়খণ্ডে ৷ আগে এই দুই রাজ্যে 100 দিনের কাজের মজুরি ছিল 210 টাকা এবার তা বেড়ে হল 228 টাকা ৷ তবে এই প্রকল্পে সর্বধিক মজুরি পাচ্ছে হরিয়ানা ৷ সেখানে দৈনিক মজুরি বেড়ে হয়েছে 357 টাকা ৷ সর্বনিম্ন মজুরি রয়েছে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ৷ এই দুই রাজ্যে একশো দিনের কাজে দৈনিক মজুরি এবার থেকে 221 টাকা ৷ আগে এই দুই রাজ্যে দৈনিক মজুরি অঙ্ক ছিল 204 টাকা ৷