নয়াদিল্লি, 18 নভেম্বর:প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুনের ঘটনায় দোষীদের ছাড়া পাওয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র ৷ রাজীব গান্ধি হত্যা মামলায় 11 নভেম্বর মুক্তি পেয়েছেন নলিনী শ্রীহরণ, তাঁর স্বামী মুরুগান, সান্থান-সহ 6 জন ৷ এর আগে মে মাসে পেরারিভালানও জেল থেকে বেরিয়ে আসেন ৷ সর্বোচ্চ আদালত তাঁদের মুক্তির রায় ঘোষণা করে ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকারীদের কারামুক্তিতে কংগ্রেসের তুমুল সমালোচনার মুখে পড়ে শাসক শিবির ৷ রাজনৈতিক মহল মনে করছে সেই চাপের মুখে বৃহস্পতিবার মোদি সরকার নলিনী-সহ 6 জনের মুক্তির রায় পূর্নবিবেচনা করার আবেদন জানাল সর্বোচ্চ আদালতে (Centre Challenges Rajiv Gandhi Assassination Convicts Release) ৷
কেন্দ্রের পুনর্বিবেচনার আবেদন (Centre Review Petition)
এদিন কেন্দ্র জানায়, রাজীব গান্ধি হত্যা মামলায় তারা অন্যতম গুরুত্বপূর্ণ পার্টি ৷ কিন্তু নলিনী-মুরুগানদের মুক্তির শুনানিতে তারা তাদের বক্তব্য বলার যথেষ্ট সুযোগ পায়নি ৷ মোদি সরকার প্রক্রিয়াগত ত্রুটির (procedural lapse) নিয়েও অভিযোগ জানায় ৷ দোষীরা সর্বোচ্চ আদালতে মুক্তির আবেদন জানালেও সরকারি ভাবে কেন্দ্রকে পার্টি করেনি (did not formally implead) ৷ এর ফলে কেন্দ্র এই মামলায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হয়েছে ৷ সরকারের আরও দাবি, "আবেদনকারীদের প্রক্রিয়াগত ত্রুটির জন্য ভারত সরকার এই মামলায় অনুপস্থিত থেকেছে ৷ এদিকে মামলাটির চূড়ান্ত শুনানি এবং সিদ্ধান্ত নেওয়ার সময় আদালত গুরুত্বপূর্ণ প্রমাণ পর্যালোচনা করতে পারেনি ৷ যদি তা হত, তাহলে আদালত এই মামলায় (রাজীব গান্ধি হত্যা) যথার্থ এবং সঠিক রায় দিতে পারত ৷"
11 নভেম্বর সর্বোচ্চ আদালত সময়ের আগেই নলিনী শ্রীহরণ-সহ 6 জন দোষীকে মুক্তি দেয় ৷ তামিলনাড়ু সরকার তাঁদের কারাবাসের সময় কমানোর বিষয়টিতে অনুমোদন দিয়েছিল ৷ নলিনী ছাড়াও জেল থেকে ছাড়া পান আর পি রবিচন্দ্রন, সান্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং জয়াকুমার ৷
আরও পড়ুন: কারা মুক্তি ! ভেলোর জেল থেকে ছাড়া পেলেন নলিনী শ্রীহরণ