পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্তর্দেশীয় বিমান পরিবহনে শিথিল হতে পারে কড়াকড়ি - হরদীপ সিং পুরি

যে বিমানযাত্রীরা করোনা টিকার দু'টি ডোজ়ই নিয়ে নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে হয়ত আগামী দিনে অন্তর্দেশীয় পরিবহনে আরটিপিসিআর রিপোর্ট বাধ্যতামূলক থাকবে না । যদিও গোটা বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে ।

Ministry of Civil Aviation
ফাইল ছবি

By

Published : Jun 7, 2021, 6:39 AM IST

নয়াদিল্লি, 7 জুন : করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়ার পর থেকে আরও বেশি সজাগ প্রশাসন । একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে । লকডাউন চলছে দেশের একাধিক রাজ্যে । অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু রয়েছে বটে, কিন্তু তাতেও রয়েছে কড়াকড়ি । বিমানযাত্রীদের উড়ানের আগে আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক । ঝঞ্ঝাটের শেষ নেই । এই পরিস্থিতিতে অন্তর্দেশীয় বিমান পরিবহনে কড়াকড়ি কিছুটা শিথিল করতে চাইছে কেন্দ্র । যে বিমানযাত্রীরা করোনা টিকার দু'টি ডোজ়ই নিয়ে নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে হয়ত আগামী দিনে আরটিপিসিআর রিপোর্ট বাধ্যতামূলক থাকবে না । যদিও গোটা বিষয়টিই এখনও পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে ।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, একাধিক মন্ত্রক, স্বাস্থ্য দফতর এবং বিষয়টির সঙ্গে জড়িত অন্যান্যদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে । তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করে, পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিষয়টিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এককভাবে কোনও সিদ্ধান্ত নেবে না । বিমানযাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে বিভিন্ন নোডাল এজেন্সি এবং বিশেষজ্ঞরা, যাঁরা সরকারের সঙ্গে কাজ করছেন, তাঁদের প্রত্যেকের মতামত নেওয়া হবে ।

বর্তমানে যা নিয়ম রয়েছে তাতে, যেসব রাজ্যে করোনার সক্রিয় সংক্রমণ এখনও অনেকটা বেশি, সেইসব রাজ্যে যাওয়ার আগে বিমানযাত্রীদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট আবশ্যিক করা হয়েছে । হরদীপ সিং পুরি এও জানিয়েছেন, "স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি রাজ্যগুলির আওতাধীন । সংশ্লিষ্ট রাজ্যে প্রবেশের আগে বিমানযাত্রীদের থেকে আরটিপিসিআর রিপোর্ট চাওয়াটাও ওই রাজ্যের অধিকার ।"

ABOUT THE AUTHOR

...view details