পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 7, 2021, 12:07 PM IST

ETV Bharat / bharat

দৈনিক 700 মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে দিল্লিতে, কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লি ৷ এমন অভিযোগ রাজধানী বারবার করেছে ৷ আর এবার খোদ সুপ্রিম কোর্ট রাজধানীর পাশে দাঁড়াল ৷ পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে 700 মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে, এমনটাই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷

কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিমকোর্টের
কেন্দ্রকে কড়া বার্তা সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, 7 মে : প্রতিদিন দিল্লির উদ্দেশ্যে 700 মেট্রিক টন করে অক্সিজেন পাঠানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ শুক্রবার কেন্দ্রকে এই নির্দেশ দেন আদালত ৷

দেশে বেলাগাম করোনার দ্বিতীয় ঢেউ ৷ প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সংক্রমণ ৷ প্রতিদিন দৈনিক সংক্রমণের রেকর্ড নিজেই নিজেকে ছাপিয়ে যাচ্ছে ৷ প্রতিদিনের নিরিখে সংক্রমণ পার করেছে চার লাখ ৷ হাসপাতালে বেড পাচ্ছেন না রোগীরা ৷ সারাদেশে অক্সিজেন সঙ্কট ৷ রাজধানী দিল্লির চিত্রটা সব থেকে খারাপ ৷ অক্সিজেনের অভাবে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন বহু রোগী ৷ সরকারি বেসরকারি প্রায় সমস্ত হাসপাতালেই অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন কোভিড থেকে সাধারণ রোগী ৷ কেন্দ্রের কাছে বহুবার চেয়েও পর্যাপ্ত অক্সিজেন পায়নি দিল্লি ৷ এমন অভিযোগ রাজধানী বারবার করেছে ৷ আর এবার খোদ সুপ্রিম কোর্ট রাজধানীর পাশে দাঁড়াল ৷ পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিল্লিকে 700 মেট্রিক টন করে অক্সিজেন দিতে হবে বলে কেন্দ্রকে, এমনটাই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : দীর্ঘ সময়ের জন্য নয়, সাময়িক লকডাউন আর ভ্যাকসিন দিতে হবে, জানালেন অ্যান্থনি ফসি

সুপ্রিম কোর্ট এদিন কড়া ভাষায় বলেন, 700 মেট্রিক টন বলতে 700 মেট্রিক টনই বোঝায় ৷ অন্যপথে চালনার চেষ্টা করলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট ৷ এনিয়ে এদিন তৃতীয় দিন অক্সিজেন সঙ্কট নিয়ে শুনানি হল আদালতে ৷

ABOUT THE AUTHOR

...view details