পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টুইটারকে "শেষ সুযোগ" কেন্দ্রের - টুইটার বিতর্ক

বিগত ছ'মাস ধরে ব্যবহার না করার ফলে দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেল থেকে "ব্লু টিক" সরিয়ে দিয়েছিল টুইটার ৷ এই পরিস্থিতিতে এই সোশ্য়াল মিডিয়া মাধ্যমকে "শেষ সুযোগ" দেওয়ার কথা ঘোষণা করল সরকার ৷

টুইটার বনাম কেন্দ্রীয় সরকার
টুইটার বনাম কেন্দ্রীয় সরকার

By

Published : Jun 5, 2021, 1:10 PM IST

Updated : Jun 5, 2021, 1:45 PM IST

নিউ দিল্লি, 5 জুন : সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলির জন্য নতুন যে ডিজিটাল নিয়ম করা হয়েছে, সেই অনুযায়ী ভারতীয় আধিকারিক নিয়োগ করতে হবে টুইটারকে ৷ আর তার জন্য "শেষ সুযোগ" দেবে কেন্দ্রীয় সরকার ৷ নতুবা এর ফল ভুগতে হবে এই সোশ্যাল মিডিয়া মাধ্যমটিকে ৷ এরকম ভাবেই আমেরিকার এই সোশ্যাল মিডিয়াকে ভারতে টিকে থাকার চূড়ান্ত সতর্কবার্তা দিল মোদি সরকার ৷

আরও পড়ুন : সিদ্ধান্ত বদল টুইটারের, উপরাষ্ট্রপতির ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিরল ব্লু টিক

একটি বিবৃতিতে সরকারের তরফে জানানো হয়েছে, "'টুইটার আইএনসি-কে সরকারের নিয়ম মেনে চলার শেষ নোটিস দেওয়া হচ্ছে ৷ এই নির্দেশ না মানলে 2000 সালের আইটি অ্যাক্টের 79 ধারা অনুযায়ী ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য ধারার আওতায় এই সংস্থাকে বাতিল করার পদক্ষেপ করা হবে ৷ আর এর জন্য দায়ী থাকবে টুইটার ৷"

দেশের উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে "ব্লু টিক" সরিয়ে দিয়েছিল টুইটার ৷ কারণ এই অ্যাকাউন্টটি বিগত ছ'মাস ধরে ব্যবহার করা হয়নি ৷ পরে অবশ্য সেই "ব্লু টিক" ফিরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া মাধ্য়ম ৷

খুব স্বাভাবিক যে, এ বিষয়ে আজ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি বিতর্কে জড়ায় টুইটার কর্তৃপক্ষ ৷ আর তার পরে এই হুঁশিয়ারি ৷

Last Updated : Jun 5, 2021, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details