পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়ল - ITR

2019-20 আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল 31 ডিসেম্বর। এর আগে এই সময়সীমা ছিল 31 জুলাই । সেই সময়সীমা পরে বাড়ানো হয়।

Government doubles penalty for missing ITR due date this year
এই বছর সময় মতো আয়কর না দিলে জরিমানা দ্বিগুন, ঘোষণা কেন্দ্রের

By

Published : Dec 30, 2020, 7:07 PM IST

দিল্লি, 30 ডিসেম্বর: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল আয়কর দপ্তর । 10 জানুয়ারি পর্যন্ত তা জমা দেওয়া যাবে । এর আগে কোরোনা সংক্রমণের কারণে এবার আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল সিবিডিটি। 2019-20 আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল 31 ডিসেম্বর। এর আগে এই সময়সীমা ছিল 31 জুলাই । সেই সময়সীমা পরে বাড়ানো হয়।

তবে সময়মতো আয়কর জমা না দিলে দ্বিগুন ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর আগে সময়মতো আয়কর জমা না দিলে 5 হাজার টাকা জরিমানা দিতে হত। এখন সেটা বেড়ে করা হয়েছিল 10 হাজার টাকা।

সময়মতো আয়কর না দিলে জরিমানা দেওয়ার বিষয়টি সরকার বলবৎ করে 2017-18 অর্থবর্ষ থেকে। 2017 সালের বাজেটে এই ঘোষণা করা হয়।

আরও পড়ুন:রাজ্যপালের অপসারণ চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল

নিয়ম অনুযায়ী, যাঁদের বয়স 60 বছরের নিচে তাঁদের বার্ষিক আয় আড়াই লাখ টাকা বা তার উপরে হলে আয়কর দেওয়া বাধ্যতামূলক। আর 60 থেকে 80 বছর বয়সীদের ক্ষেত্রে বার্ষিক আয় 5 লাখ টাকা বা তার বেশি হলে আয়কর দিতে হবেই।

ABOUT THE AUTHOR

...view details