দিল্লি, 30 ডিসেম্বর: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়াল আয়কর দপ্তর । 10 জানুয়ারি পর্যন্ত তা জমা দেওয়া যাবে । এর আগে কোরোনা সংক্রমণের কারণে এবার আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল সিবিডিটি। 2019-20 আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষদিন ছিল 31 ডিসেম্বর। এর আগে এই সময়সীমা ছিল 31 জুলাই । সেই সময়সীমা পরে বাড়ানো হয়।
তবে সময়মতো আয়কর জমা না দিলে দ্বিগুন ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর আগে সময়মতো আয়কর জমা না দিলে 5 হাজার টাকা জরিমানা দিতে হত। এখন সেটা বেড়ে করা হয়েছিল 10 হাজার টাকা।