পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Centre Extends AFSPA: উত্তর-পূর্বের দু'টি রাজ্যে বাড়ল আফস্পার সময়সীমা, নোটিশ স্বরাষ্ট্রমন্ত্রকের - অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ড

আরও ছ'মাস আফস্পার সময়সীমা বৃদ্ধি করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ অরুণাচলপ্রদেশের কিছু অংশে এবং নাগাল্যান্ডে এই আইন আপাতত বলবৎ থাকবে ৷

ETV Bharat
উত্তরপূর্বের নাগাল্যান্ড এবং অরুণাচলপ্রদেশের কয়েকটি জায়গায় বাড়ল আফস্পার মেয়াদ

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 7:25 AM IST

Updated : Sep 27, 2023, 7:58 AM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর: মেয়াদ বাড়ল আফস্পার ৷ উত্তর-পূর্বের অরুণাচলপ্রদেশের কিছু অংশে এবং নাগাল্যান্ডে এই কঠোর আইনের সময়সীমা বৃদ্ধি করল দেশের স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এই সংক্রান্ত দু'টি পৃথক নোটিশ জারি করে কেন্দ্রীয় মন্ত্রক ৷

তাতে জানানো হয়েছে, এই দু'টি রাজ্য ভারত-চিন ও ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ৷ কেন্দ্রীয় সরকার অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছে ৷ উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য দু'টিতেই নাগাল্যান্ডের এনএসসিএনের কর্মীরা এখন গা-ঢাকা দিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছে ৷ তাই আইনের সময়সীমা বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গেজেট নোটিফিকেশনে আরও জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার 1958 সালের আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের 3 নম্বর ধারা প্রয়োগ করে ন্যাগাল্যান্ডের বেশ কিছু জায়গাকে 'উপদ্রুত এলাকা' বলে চিহ্নিত করেছে ৷ তাই 2023 সালের 1 এপ্রিস থেকে ছ'মাসের জন্য এই অঞ্চলগুলিতে আফস্পা লাগু থাকবে ৷ এই এলাকাগুলির মধ্যে রয়েছে নাগাল্যান্ডের 8টি জেলা এবং অন্য 5টি জেলার 21টি থানা ৷

সেপ্টেম্বরে এই ছ'মাস সময় শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় সরকার ওই উপদ্রুত এলাকাগুলিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছে ৷ এবারও বেশ কয়েকটি জায়গা উপদ্রুত এলাকা বলে ঘোষণা করেছে বিজেপি সরকার ৷ তাই 2023 সালের 1 অক্টোবর আগামী ছ'মাসের জন্য ফের আফস্পা লাগু করা হল ৷ আরেকটি নোটিশে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ করা হয়েছে ৷

একসময় উত্তরপূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএন অতিসক্রিয় ছিল ৷ তবে বিগত কয়েক বছরে এই সংগঠনটি ভেঙে এনএসসিএন(আইএম) এবং এনএসসিএন(কে) দু'টি আলাদা দল হয়েছে ৷ পরবর্তীকালে এই দলগুলিও ভেঙে আরও কয়েকটি টুকরো টুকরো দল হয়েছে ৷ দেশের গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী এই দলগুলির সদস্যরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে লুকিয়ে নিজেদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে ৷ তাই কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্ত নিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অসম থেকে আফস্পা প্রত্যাহারে অমিত শাহের সঙ্গে বৈঠকে হিমন্ত বিশ্বশর্মা

Last Updated : Sep 27, 2023, 7:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details