দিল্লি, 30 ডিসেম্বর: নাগাল্যান্ডে আরও ছ'মাসের জন্য আফস্পা-র মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার । বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।
আফস্পা বা আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার্স) অ্যাক্ট-এর মেয়াদ কেন বাড়ানো হল নাগাল্যান্ডে । কেন্দ্রের বিজ্ঞপ্তিতে নাগাল্যান্ডের পরিস্থিতিকে ভয়ংকর ও উপদ্রুত বলে বর্ণনা করা হয়েছে।
আফস্পা এমন একটি আইন যার ভিত্তিতে সেনাবাহিনী নাগরিক প্রশাসনকে সাহায্য করতে পারে। তবে তা তখনই করা যায় যখন সংশ্লিষ্ট এলাকাকে উপদ্রুত বলে ঘোষণা করা হয়। 1958 সালের এই আইনের 3 নম্বর ধারা অনুযায়ী, কোনও এলাকাকে উপদ্রুত বলে কেন্দ্র বা রাজ্য যে কেউ ঘোষণা করতে পারে।