নয়াদিল্লি, 18 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আগামী 22 জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস ছুটি থাকবে ৷ বৃহস্পতিবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি জানিয়েছেন, রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে আগামী 22 জানুয়ারি বেলা আড়াইটে পর্যন্ত দেশজুড়ে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।
সংবাদসংস্থা পিটিআই জিতেন্দ্র সিংকে উদ্ধৃত করে বলেছে, "জনগণের অপ্রতিরোধ্য আবেগের কথা মাথায় রেখে 22 জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"
কর্মী ও প্রশিক্ষণ বিভাগের একটি মেমোতে লেখা রয়েছে, "অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা 2024 সালের 22 জানুয়ারি দেশজুড়ে পালিত হবে । কর্মীরা যাতে সেই উদযাপনে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলি 22 জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত অর্ধদিবস দেশজুড়ে বন্ধ থাকবে ।