পশ্চিমবঙ্গ

west bengal

রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপনে 22 জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 4:52 PM IST

Updated : Jan 18, 2024, 5:25 PM IST

Ram Lalla Pran Pratishtha: 22 জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস ছুটি থাকবে ৷ রামলালার প্রাণপ্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷

ETV BHARAT
ETV BHARAT

নয়াদিল্লি, 18 জানুয়ারি: অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে আগামী 22 জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস ছুটি থাকবে ৷ বৃহস্পতিবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ৷ তিনি জানিয়েছেন, রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে আগামী 22 জানুয়ারি বেলা আড়াইটে পর্যন্ত দেশজুড়ে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে ।

সংবাদসংস্থা পিটিআই জিতেন্দ্র সিংকে উদ্ধৃত করে বলেছে, "জনগণের অপ্রতিরোধ্য আবেগের কথা মাথায় রেখে 22 জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

কর্মী ও প্রশিক্ষণ বিভাগের একটি মেমোতে লেখা রয়েছে, "অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা 2024 সালের 22 জানুয়ারি দেশজুড়ে পালিত হবে । কর্মীরা যাতে সেই উদযাপনে অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলি 22 জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত অর্ধদিবস দেশজুড়ে বন্ধ থাকবে ।

কয়েকটি রাজ্য ইতিমধ্যেই 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সেই দিন ছুটি ঘোষণা করেছে । এমন রাজ্যের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, গোয়া, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় । হরিয়ানাও ঘোষণা করেছে যে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে স্কুল বন্ধ থাকবে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে দেশের নাগরিকদের 22 জানুয়ারি দীপাবলির মতো পবিত্র অনুষ্ঠান উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছিলেন । তিনি সকলকে নিজেদের বাড়িতে থাকতে এবং রামের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাকে উদযাপন করতে বাড়িঘর আলো দিয়ে সাজানোর অনুরোধ করেছিলেন ।

আরও পড়ুন:

  1. অযোধ্যার মাটি-সরযূর জল দিয়ে তৈরি রামমন্দিরের পোস্টাল স্ট্যাম্প, উন্মোচনে প্রধানমন্ত্রী
  2. রামমন্দির উদ্বোধনের দিন মমতার সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের
  3. লক্ষ্মীবারে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করল রামলালার মূর্তি
Last Updated : Jan 18, 2024, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details