নয়াদিল্লি, 6 জুন : কেন্দ্রের ভ্যাকসিন নীতি সর্বসাধারণের জন্য ৷ কিন্তু সংবাদমাধ্যমে ভ্যাকসিন বিতরণ বিষয়ে প্রকাশিত রিপোর্ট "ভুল আর মনগড়া" ৷ 1 মে থেকে কার্যকর হওয়া এই নীতিতে রাজ্যগুলির উপর "প্রক্রিয়াগত চাপ" অনেকটা কমেছে ৷ রাজ্যগুলি তো বটেই এমনকি এই নতুন ভ্যাকসিন নীতি নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছে সুপ্রিম কোর্টও ৷ চাপের মুখে পড়ে এই দাবি করে একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর এই রিপোর্টকে সমর্থন করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ৷
নতুন ভ্যাকসিন নীতির ফল
পর্যাপ্ত ভ্যাকসিন না থাকায় 18-44 বয়সিদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া বন্ধ রেখেছে বহু রাজ্য ৷ কেন্দ্র 50 শতাংশ ভ্যাকসিন যে দামে পাচ্ছে, রাজ্য আর বেসরকারি হাসপাতালগুলিকে তার চেয়ে বেশি দাম দিয়ে কোভিশিল্ড আর কোভ্যাকসিন কিনতে হচ্ছে ৷ এমনকি জানুয়ারিতে শুরু হওয়া ভ্যাকসিনেশন প্রক্রিয়ার গতিও কমে গিয়েছে ৷