পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাওবাদী নিকেশে বড় অভিযানের ছক, ছত্তিশগড়ে মোতায়েন আরও 3 হাজার আধা সেনা - Chhattisgarh

Chhattisgarh gets more 3000 CAPF troops to crush Maoists: মাওবাদীদের শেষ 'দূর্গে' হানা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ছত্তিশগড়ে নতুন করে 3 হাজার আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Jan 1, 2024, 7:54 AM IST

Updated : Jan 1, 2024, 12:23 PM IST

রায়পুর, 1 জানুয়ারি: মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযানের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জেরে ছত্তিশগড়ে আরও 3 হাজার কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। ওড়িশা থেকে এই বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে মাওবাদীদের 'দূর্গ' বলে পরিচিত ছত্তিশগড়ে। এমনটা যে হতে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বর মাসে বিএসএফের উথ্বান দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, "মাওবাদীদের সম্পূর্ণ নিকেশ করাই আমাদের সরকারের লক্ষ্য।" ওই অনুষ্ঠানে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, দেশে মাওবাদীদের দমন করতে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। তার জেরে নকশাল হামলায় মৃতের সংখ্যা কমেছে প্রায় 70 শতাংশ । আর হামলার ঘটনা কমেছে কমবেশি 52 শতাংশ। এবার এই নয়া অভিযানের কথা জানা গেল।

আরও জানা গিয়েছে, 3 হাজার কোম্পানি আইটিবিপি জওয়ানকেও কাজে লাগানো হচ্ছে। তাদের আবুঝমাদে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তিশগড়ের এই এলাকায় মাওবাদীদের দাপট চোখে পড়ার মতো। সবমিলিয়ে বলাই যায় কংগ্রেসকে হারিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় ফিরেই মাও দমনকেই পাখির চোখ করেছে বিজেপি।

1 ডিসেম্বর বিএসএফের উথ্বান দিবসে অনুষ্ঠান হয় হাজারিবাগে। সেখানে হাজির হয়ে শাহ বলেন, "আমরা ভারতকে এমন এক দেশ হিসেবে গড়ে তুলতে চাইছি যেখানে নকশালরা নাশকতা করতে পারবে না। চরম বামপন্থায় বিশ্বাস করে এমন সংহগঠন মুক্ত দেশ করতে বিএসএফ থেকে শুরু করে সিএপিএফ এবং আইটিবিপির মতো বাহিনী আমাদের সাহায্য করবে। "

ছত্তিশগড়ে মাওবাদীদের দাপট এমনিতেই বেশি। তার জেরে বিএসএফ থেকে শুরু করে আইটিবিপি-র মতো দল বাহিনী এখানে আগে থেকেই কাজ করে। জানা গিয়েছে, আগে থেকেই মোতায়েন থাকা বিএসএফকে কয়েকটি বিশেষ কাজ দেওয়া হয়েছে। ওড়িশা থেকে যাওয়া বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের মোট 6টি জায়গায় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের আগে রাম-আবেগে শান, পাশাপাশি টি-20 বিশ্বকাপের উত্তাপে একনজরে চব্বিশের রোড ম্য়াপ
  2. 'রাম জন্মভূমি ইস্যু ভোটের রাজনীতি নয়', তেজপুরে বললেন রাজনাথ
  3. ভোটের কয়েক ঘণ্টা আগে আইইডি বিস্ফোরণ, মাওবাদী নাশকতায় চিন্তায় কমিশন
Last Updated : Jan 1, 2024, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details