রায়পুর, 1 জানুয়ারি: মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযানের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার জেরে ছত্তিশগড়ে আরও 3 হাজার কোম্পানি আধাসেনা মোতায়েন করা হচ্ছে। ওড়িশা থেকে এই বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছে মাওবাদীদের 'দূর্গ' বলে পরিচিত ছত্তিশগড়ে। এমনটা যে হতে চলেছে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ডিসেম্বর মাসে বিএসএফের উথ্বান দিবসের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বলেন, "মাওবাদীদের সম্পূর্ণ নিকেশ করাই আমাদের সরকারের লক্ষ্য।" ওই অনুষ্ঠানে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, দেশে মাওবাদীদের দমন করতে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে। তার জেরে নকশাল হামলায় মৃতের সংখ্যা কমেছে প্রায় 70 শতাংশ । আর হামলার ঘটনা কমেছে কমবেশি 52 শতাংশ। এবার এই নয়া অভিযানের কথা জানা গেল।
আরও জানা গিয়েছে, 3 হাজার কোম্পানি আইটিবিপি জওয়ানকেও কাজে লাগানো হচ্ছে। তাদের আবুঝমাদে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছত্তিশগড়ের এই এলাকায় মাওবাদীদের দাপট চোখে পড়ার মতো। সবমিলিয়ে বলাই যায় কংগ্রেসকে হারিয়ে ছত্তিশগড়ে ক্ষমতায় ফিরেই মাও দমনকেই পাখির চোখ করেছে বিজেপি।