দিল্লি, 29 জানুয়ারি: 2020 সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বন্যা ও ধসে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের জন্য অতিরিক্ত 1,751 কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য বরাদ্দ করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি এই বরাদ্দ অনুমোদন করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অসম, অরুণাচলপ্রদেশ, ওড়িশা, তেলাঙ্গানা ও উত্তরপ্রদেশকে এই বাড়তি সাহায্য দেওয়া হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল বা এনডিআরএফ থেকে এই বরাদ্দ দেওয়া হবে।
অসমকে দেওয়া হবে 437.15 কোটি টাকা, অরুণাচল প্রদেশকে 75.86 কোটি টাকা, ওড়িশাকে 320.94 কোটি টাকা, তেলাঙ্গানাকে 245.96 কোটি টাকা ও উত্তরপ্রদেশকে 386.06 কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হবে। 2019-20 সালে শিলাবৃষ্টিতে রবিশস্য চাষে ক্ষতি হওয়ায় উত্তরপ্রদেশের জন্য 285.08 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।