পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New RAW Chief: র এর নয়া প্রধান রবি সিনহা, ঘোষণা কেন্দ্রের

রিসার্চ অ্য়ান্ড অ্য়ানালিসিস উইং এর বর্তমান প্রধানের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের শেষদিনে ৷ তার পর ওই পদে বসছেন আইপিএস অফিসার রবি সিনহা ৷ সোমবার জানিয়েছে কেন্দ্র ৷

Research and Analysis Wing
Research and Analysis Wing

By

Published : Jun 19, 2023, 3:05 PM IST

নয়াদিল্লি, 19 জুন: রিসার্চ অ্য়ান্ড অ্য়ানালিসিস উইং বা র-এর নয়া প্রধানের নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার ৷ সোমবার কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আইপিএস অফিসার রবি সিনহাকে র-এর নয়া প্রধান হিসেবে নিয়োগ করা হল ৷

রবি সিনহা ছত্তীশগড় ক্যাডারের 1988 সালের ব্যাচের আইপিএস অফিসার ৷ তিনি ক্যাবিনেট সচিবালয়ে বিশেষ সচিব হিসেবে কর্মরত ছিলেন ৷ সেখান থেকেই তাঁকে র-এর সচিব হিসেবে নিয়োগ করা হল ৷ তাঁর নিয়োগে অনুমতি দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি ৷ তাঁকে দু’বছরের জন্য র-এর প্রধান হিসেবে নিয়োগ করা হল ৷ বর্তমানে এই গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে রয়েছেন সমন্ত কুমার গোয়েল ৷ আগামী 30 জুন তাঁর কার্যকাল শেষ হচ্ছে৷ তার পরই দায়িত্ব নেবেন রবি সিনহা ৷

প্রসঙ্গত, 1968 সালের 21 সেপ্টেম্বর ভারত সরকার এই রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং শুরু করে ৷ এই সংস্থার প্রাথমিক প্রাথমিক কাজ হল বিদেশে গোয়েন্দাগিরি করে তথ্য সংগ্রহ করা ৷ সন্ত্রাসবাদের বিস্তার প্রতিরোধেও ভারত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া ৷ তাছাড়া এই সংস্থার দেওয়া তথ্য ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷

র-এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাও ৷ তিনি টানা ন’বছর এই পদে ছিলেন ৷ তার পর এক এক করে আরও 21 জন এই সংস্থার প্রধানের দায়িত্ব সামলেছেন ৷ রবি সিনহা র-এর 23তম প্রধান হিসেবে কাজ করবেন ৷ তবে প্রথম প্রধান রামেশ্বর নাথ কাওয়ের আমলে বিশ্বজুড়ে গোয়েন্দা সংস্থা হিসেবে সুনাম অর্জন করে এই সংস্থা৷ যা এখনও অক্ষুণ্ণ রয়েছে ৷

আরও পড়ুন:এবার চাকরির মেয়াদ বাড়ল ‘র’, আইবি কর্তাদেরও, ফের প্রশ্নের মুখে কেন্দ্র

ABOUT THE AUTHOR

...view details