পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মমতার দাবি মেনে সরাসরি টিকা কেনার অনুমতি রাজ্যগুলিকে - Second wave of COVID 19

দেশে মোট যে পরিমাণ করোনার টিকা তৈরি হবে, তার 50 শতাংশ কেন্দ্রকে দিতে হবে ৷ বাকি 50 শতাংশ রাজ্য সরকারগুলিকে অথবা খোলা বাজারে বিক্রি করা যাবে ৷

COVID 19 Vaccine
প্রতীকী ছবি

By

Published : Apr 19, 2021, 9:58 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকেই এই দাবি করে আসছিলেন ৷ শেষমেষ মুখ্যমন্ত্রীর দাবিতে সায় দিল কেন্দ্র ৷ এবার থেকে সরাসরি করোনার টিকা কিনতে পারবে রাজ্যগুলি ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এবার থেকে উৎপাদিত করোনা প্রতিষেধকের 50 শতাংশ টিকা খোলা বাজারে বিক্রি করা যাবে ৷ আর সেই 50 শতাংশ থেকে টিকা কিনতে পারবে রাজ্যগুলিও ৷

এক্ষেত্রে করোনা প্রতিষেধকের দাম কত হবে, তা বিষয়টির সঙ্গে যুক্ত সবপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আগে থেকে নির্ধারিত করতে হবে ৷ দেশে মোট যে পরিমাণ করোনার টিকা তৈরি হবে, তার 50 শতাংশ কেন্দ্রকে দিতে হবে ৷ বাকি 50 শতাংশ রাজ্য সরকারগুলিকে অথবা খোলা বাজারে বিক্রি করা যাবে ৷

আরও পড়ুন : 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

উল্লেখ্য, এর আগে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, করোনা টিকার বণ্টন ঠিকভাবে করছে না কেন্দ্র ৷ আর সেই কারণে রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি হচ্ছে ৷ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারকদের থেকে টিকা কেনার অনুমতি দেওয়ার কথাও বলেছিলেন ৷ অবশেষে মমতার দাবি মেনে নিল কেন্দ্র ৷ এবার থেকে আর শুধুমাত্র কেন্দ্রের উপর নির্ভরশীল না থেকে সরাসরি প্রস্তুতকারকদের থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details