নয়াদিল্লি, 9 নভেম্বর: বাজির তাণ্ডব রুখতে পারেনি আদালতও । তার জেরে দীপাবলির পর পাঁচ দিন কাটতে চললেও, এখও বিষাক্ত হয়ে রয়েছে দিল্লির বাতাস । এমন পরিস্থিতিতে রাজ্যগুলিকেই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলার সুপারিশ করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি) । যে বা যারা সরকারি নির্দেশ মানবেন না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে ।
দিল্লির বাতাসের গুণমান, আবহাওয়া এবং দূষণের পূর্বাভাস নিয়ে সোমবার জরুরি বৈঠক করে সিপিসিবি । সেখানে বর্তমান পরিস্থিতি যাচাই করে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মতো রাজ্যগুলিক দূষণ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ করতে বলা হয় ।
আরও পড়ুন:Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে
সিপিসিবি-র তরফে রাজ্যকে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) কার্যকর করতে বলা হয়েছে, যার আওতায় ঘন ঘন রাস্তা পরিষ্কার, রাস্তায় জল ছিটনোর পরামর্শ দেওয়া হয়েছে । বন্ধ রাখতে বলা হয়েছে ইটভাটা । বেআইনি ভাবে শিল্প, নির্মাণ এবং কারখানার বর্জ্য পোড়ানোও বন্ধ করতে বলা হয়েছে । তার রোজকার রিপোর্টও জমা দিতে হবে ।
শুধু তাই নয়, রোজকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দূষণের রোখার পরিকল্পনা করতে হবে রাজ্যগুলিকে । তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার ব্যবহার কমিয়ে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে কাজ সামাল দিতে বলা হয়েছে । এ ছাড়াও সিপিসিবি-র দাবি, সারা দিনে পরিবহণ পরিষেবাকে কয়েকটি ভাগে ভাগ করতে হবে । নির্দিষ্ট সময়ে যাত্রা করলে ভাড়ায় ছাড় মিলবে, এমন ঘোষণা করতে হবে । তাতে ব্যস্ত সময়ে বেশি মানুষ রাস্তায় বেরোবেন না । দূষণ রুখতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে বলেও মনে করে সিপিসিবি ।
আরও পড়ুন: Mumbai :‘প্রমাণ’ হাতে নবাবের দাউদ-যোগের দাবি ফড়নবীশের, পাল্টা হাইড্রোজেন বোমার হুঁশিয়ারি নবাবের