নয়াদিল্লি, 9 ডিসেম্বর : 2030 সালের মধ্যে স্পেস স্টেশন তৈরি করে ফেলবে ভারত (India will set up a space station by 2030) ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এই কথা জানালেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী ড. জিতেন্দ্র সিং (MoS Science and Technology Dr Jitendra Singh) ৷
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর আগামী প্রকল্পগুলি (Space Mission of ISRO) নিয়ে সরকারের কাছে সংসদের উচ্চকক্ষে জানতে চাওয়া হয়েছিল ৷ তারই জবাবে এদিন এই কথা বলেন মন্ত্রী ৷ একই সঙ্গে জানান, বেসরকারি ক্ষেত্র ও দেশীয় স্টার্টআপগুলি ভারতের মহাকাশ গবেষণার লক্ষ্যপূরণে যাতে সাহায্য করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে কাজ চলছে ৷
তিনি রাজ্যসভায় জানিয়েছেন, ইসরো (ISRO) 2022 সালে মানববিহীন দু’টি যান মহাকাশে পাঠাবে ৷ তাছাড়া ওই বছরের শেষের দিকে রোবট দ্বারা সাহায্যপ্রাপ্ত একটি যানও মহাকাশে পাঠানো হবে ৷ যার নাম ব্যোমমিত্র (Mission Vyommitra) ৷ এই প্রজেক্ট আসলে ইসরোর গগনায়ন মিশনের (Gaganyaan programme of ISRO) প্রাথমিক ধাপ ৷ ওই মিশনে মহাকাশে মানুষ পাঠানো হবে ৷