নয়াদিল্লি, 13 জুলাই: আগামী 15 জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে নাগরিককে বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে (free covid booster dose for all citizens above 18 years) ৷ বুধবার এই ঘোষণা করেছে কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷
স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে চলতি বছরে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে কেন্দ্র ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপলক্ষ্যে আগামী 15 জুলাই থেকে প্রাপ্তবয়স্ক সকলকেই কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে ৷ 15 জুলাই থেকে পরবর্তী 75 দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে ৷ বর্তমানে ষাটোর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷