পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Free Booster Dose: 15 জুলাই থেকে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের - Free Booster Dose

আগামী 15 জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে নাগরিককে বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে (free covid booster dose for all citizens above 18 years) ৷ তবে 75 দিনের জন্য এই সুবিধা মিলবে বলে জানিয়েছে কেন্দ্র ৷

covid Free Booster Dose
15 জুলাই থেকে সকলের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ

By

Published : Jul 13, 2022, 4:16 PM IST

Updated : Jul 13, 2022, 5:10 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই: আগামী 15 জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকে নাগরিককে বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে (free covid booster dose for all citizens above 18 years) ৷ বুধবার এই ঘোষণা করেছে কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে চলতি বছরে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছে কেন্দ্র ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উপলক্ষ্যে আগামী 15 জুলাই থেকে প্রাপ্তবয়স্ক সকলকেই কোভিড বুস্টার ডোজ দেওয়া হবে ৷ 15 জুলাই থেকে পরবর্তী 75 দিনের জন্য এই সুবিধা দেওয়া হবে ৷ বর্তমানে ষাটোর্ধ্বদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ দেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন: সংক্রমণের ওঠানামা চলছেই, দেশে ফের 17 হাজার ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

উল্লেখ্য, গত 10 এপ্রিল থেকে দেশে কোভিড বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার । তারপর থেকে 18 বছরের বেশি বয়সিদের (60 বছরের কম) টাকা দিয়েই এই বুস্টার ডোজ নিতে হচ্ছিল ৷ ইতিমধ্যেই বুস্টার ডোজ নেওয়ার ব্যবধান 9 মাস থেকে কমিয়ে 6 মাস করেছে কেন্দ্র ৷

Last Updated : Jul 13, 2022, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details