পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

37.07 কোটির বেশি ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ; জানাল কেন্দ্র - কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

জাতীয় ভ্যাকসিনেশন প্রকল্পে দেশের সব রাজ্য় আর কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও অবধি 37.07 কোটিরও বেশি কোভিড-19 (Covid-19 Vaccine Dose) ভ্যাকসিনের ডোজ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ আর সেটা বিনামূল্যে, একটি বিবৃতিতে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷

কোভিড-19 ভ্যাকসিন
কোভিড-19 ভ্যাকসিন

By

Published : Jul 6, 2021, 5:39 PM IST

নয়া দিল্লি, 6 জুলাই : রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত 37.07 কোটির বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ (COVID vaccine doses) পাঠানো হয়েছে ৷ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (The Ministry of Health and Family Welfare) ৷

মন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে, সব রকম উপায়ে এ পর্যন্ত 37.07 কোটি (37,07,23,840)-রও বেশি ভ্যাকসিন ডোজ পাঠানো হয়েছে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৷ ফের 23,80,000 ডোজ পাঠানোর প্রস্তুতি চলছে ৷

আরও পড়ুন : Corona in India : দেশে 111 দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, আরও বাড়ল সুস্থতার হার

এখনও 1.66 কোটিরও বেশি ডোজ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল আর প্রাইভেট হাসপাতালগুলির কাছে ৷ কোভিড-19 ভ্যাকসিন প্রকল্পের বিশ্বায়ন (Universalisation) শুরু হয়েছে 21 জুন ৷ ভ্যাকসিনেশনে গতি এসেছে ৷ রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভ্যাকসিনের জোগান বাড়ায় আগেভাগে পরিকল্পনা করতে সুবিধে হচ্ছে ৷ সমগ্র দেশে ভ্যাকসিনেশন প্রকল্পের আওতায় ভারত সরকার তাদের বিনামূল্যে ভ্য়াকসিন দিয়ে সাহায্য করছে ৷

কেন্দ্রীয় সরকার দেশে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার উৎপাদিত ভ্যাকসিনের 75% ভ্যাকসিন কিনে বিনামূল্যে (free of cost) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সরবরাহ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details